ফ্রান্সে রাজনৈতিক সঙ্কট, আস্থাভোটে হেরে প্রধানমন্ত্রীর পদ ছাড়লেন ফ্রাঁসোয়া বেরু

September 9, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:৪৫: ফ্রান্সে বড় রাজনৈতিক অঘটন। আস্থাভোটে হেরে গদিচ্যুত হলেন প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বেরু (Francois Bayrou)। এক বছরেরও কম সময়ে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রীর পদ হারাল মাক্রোঁ সরকার। এর আগে গত বছরের ডিসেম্বরে আস্থাভোটে হেরে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন মাইকেল বার্নিয়ের।

সোমবার ন্যাশনাল অ্যাসেম্বলিতে ৫৭৭ জন সাংসদের মধ্যে ৩৩১ জন বেরুর বিরুদ্ধে অনাস্থা জানান। ভোটের ফল ঘোষণার পরেই তাঁর পদত্যাগের দাবি ওঠে। ফ্রান্সের (france) ক্রমবর্ধমান অর্থনৈতিক মন্দা এবং নাগরিকদের দৈনন্দিন খরচ বৃদ্ধি, এই দু’টি বড় কারণকেই বেরুর পরাজয়ের জন্য দায়ী করছে রাজনৈতিক মহল।

চলতি বছরের শুরু থেকেই ন্যাশনাল র‌্যালি-সহ অতি দক্ষিণপন্থীরা বিষয়টি হাতিয়ার করে সরকারকে চাপে রাখছিল। আস্থাভোটের আগে নিজের আর্থিক পরিকল্পনা এবং ভবিষ্যৎ কর্মসূচির কথা জানিয়ে সমর্থন কামনা করেছিলেন বেরু, কিন্তু তা সাড়া পায়নি।

ফরাসি সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীকে মনোনীত করেন প্রেসিডেন্ট। তবে সংসদ সদস্যরা যেকোনও সময় অনাস্থা প্রস্তাব এনে তাঁকে প্রত্যাখ্যান করতে পারেন। গত নয় মাসে দু’বার এই বিধান ব্যবহার করে পরপর দুই প্রধানমন্ত্রীকে গদিচ্যুত করলেন সাংসদরা।

প্রসঙ্গত, গত বছরের ৪ ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী মাইকেল বার্নিয়েরও আস্থাভোটে হেরে পদত্যাগ করেছিলেন। তখন মাত্র ৮৯ দিন টিকেছিল তাঁর সরকার, যা ১৯৫৮ সালে পঞ্চম ফরাসি প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর সবচেয়ে স্বল্পস্থায়ী সরকার হিসেবে ইতিহাসে নথিভুক্ত হয়।

বার্নিয়েরের পদত্যাগের পরেই প্রধানমন্ত্রী হন ফ্রাঁসোয়া বেরু। কিন্তু নয় মাসও পূর্ণ হওয়ার আগেই অনাস্থা ভোটে (No confidence vote) হারতে হল তাঁকেও। ফলে নতুন প্রধানমন্ত্রী নিয়োগের কঠিন চ্যালেঞ্জ এখন প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁর (Emmanuel Macron) সামনে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen