রেলে চাকরির নামে প্রতারণা, কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে ছবি দেখিয়ে হুগলিতে কোটি টাকার কেলেঙ্কারি, ধৃত ৫

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৮:৪৬: রেলে চাকরি (Job in the railways) দেওয়ার নামে বড়সড় প্রতারণা চক্রের পর্দাফাঁস করল পুলিশ। কেন্দ্রীয় মন্ত্রী ও আমলাদের সঙ্গে ছবি এবং প্রধানমন্ত্রীর দপ্তর ও অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রকের নাম ভাঁড়িয়ে সাধারণ মানুষের সঙ্গে কোটি কোটি টাকার প্রতারণা চালিয়ে যাচ্ছিল হুগলির একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
শুক্রবার সকালে হঠাৎই বহু প্রতারিত ব্যক্তি অফিসের সামনে জড়ো হয়ে টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন। অভিযোগ, সেই সময় স্বেচ্ছাসেবী সংগঠনের কয়েকজন সদস্য বিক্ষোভকারীদের মারধর করেন। উত্তেজনা চরমে পৌঁছালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, পাঁচজনকে গ্রেপ্তার করে। তবে চক্রের মূল অভিযুক্ত পরিমল মণ্ডল এখনও পলাতক।
জানা গেছে, হিন্দমোটরের ওই অফিসে ই-শ্রম (e-Shram) পোর্টালের আড়ালে রেল চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বাংলার বিভিন্ন গ্রামীণ অঞ্চল ও ভিন রাজ্যের বহু মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আদায় করা হচ্ছিল। অফিসের দেওয়ালে টাঙানো ছিল পরিমল মণ্ডলের (Parimal Mandal) সঙ্গে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও আমলার ছবি, যা দেখে সাধারণ মানুষ প্রতারিত হয়েছেন বলে অভিযোগ। এমনকি অফিসে প্রধানমন্ত্রীর দপ্তর ও অন্যান্য মন্ত্রকের সই করা চিঠির ফটোকপিও পাওয়া গেছে, যা প্রতারণার ষড়যন্ত্রকে আরও গভীর করে তোলে।
অন্যদিকে, অভিযুক্তদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, অফিসটি রেলগুদামের ওয়ার্কস ইউনিয়নের অন্তর্গত এবং কারও কাছ থেকে কোনও টাকা নেওয়া হয়নি। মারধরের অভিযোগও অস্বীকার করেছেন তাঁরা। তবে বিক্ষোভকারীদের অভিযোগের ভিত্তিতে পুলিশ কড়া পদক্ষেপ নিয়েছে।