অভিষেকের সেবাশ্রয় ২-র সাফল্য, দৃষ্টি ফিরে পেলেন মহেশতলার ১৩ জন প্রবীণ নাগরিক
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৪৪: ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের একবার মানবিকতার বার্তা দিলেন। শনিবার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে তিনি ‘সেবাশ্রয় ২.০’ (Sebaashray 2.0) কর্মসূচির এক বড় সাফল্যের কথা তুলে ধরেন। এই উদ্যোগের মাধ্যমে মহেশতলার ১৩ জন বাসিন্দা চোখের ছানি অপারেশন করিয়ে দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন।
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) তাঁর পোস্টে জানান, মহেশতলার ওই ১৩ জন বাসিন্দার অস্ত্রপচার হয়েছে রেনুকা আই হসপিটালে। দৃষ্টি ফিরে পাওয়ার এই ঘটনাকে তিনি কেবল চিকিৎসার সাফল্য হিসেবে দেখছেন না, বরং একে সাধারণ মানুষের অধিকার রক্ষার লড়াই হিসেবেই ব্যাখ্যা করেছেন।
তিনি লেখেন, “অনিশ্চয়তার কিনারে দাঁড়িয়ে থাকা পরিবারগুলোর কাছে সময়মতো চিকিৎসা পাওয়া কেবল স্বস্তি নয়, বরং বেঁচে থাকার রসদ। ‘সেবাপ্রয়াস’ কেবল একটি উদ্যোগ নয়, এটি একটি অঙ্গীকার। এমন এক অঙ্গীকার যা নিশ্চিত করে যে অসুস্থতাকে উপেক্ষা করা হবে না, মানুষের ভোগান্তিকে অবহেলা করা হবে না। উন্নতমানের স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা বা অনুগ্রহ নয়, বরং প্রতিটি নাগরিকের অধিকার।”
দৃষ্টি ফিরে পাওয়া মানুষগুলোর হাসিমুখের কথা উল্লেখ করে তিনি নেতৃত্বের প্রকৃত সংজ্ঞা তুলে ধরেন। অভিষেক লেখেন, “প্রতিটি জীবনে দৃষ্টি ফিরে আসা এবং প্রতিটি পরিবার যখন রাষ্ট্রের যত্নে আশ্বস্ত হয়, তখন আমরা এক গভীর সত্য উপলব্ধি করি। নেতৃত্বের মাপকাঠি কেবল ক্ষমতা বা বড় বড় ঘোষণা নয়। নেতৃত্বের আসল পরিচয় মেলে মানুষের প্রতি সহমর্মিতায়। যাঁরা নেতৃত্বের ওপর ভরসা রাখেন, কঠিন সময়ে তাঁদের পাশে দাঁড়িয়ে প্রতিশ্রুতি রক্ষা করাই প্রকৃত জনসেবা। জনসেবাই হলো সুশাসনের প্রকৃত মাপকাঠি এবং যাঁদের ওপর জনবিশ্বাসের দায়িত্ব অর্পিত, তাঁদের পরম কর্তব্য।”
উল্লেখ্য, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে (Diamond Harbour Lok Sabha constituency) স্বাস্থ্য পরিষেবাকে মানুষের দুয়ারে পৌঁছে দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগেও একাধিক উদ্যোগ নিয়েছেন। ‘সেবাপ্রয়াস’ কর্মসূচির মাধ্যমে বহু দুস্থ মানুষ বিনামূল্যে বা স্বল্পমূল্যে উন্নত চিকিৎসা পরিষেবা পাচ্ছেন। মহেশতলার এই ঘটনা সেই উদ্যোগেরই এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল।
For families standing at the edge of uncertainty, timely healthcare is not merely relief, it is survival.
Today, 13 residents from Maheshtala were able to regain their sight through cataract surgeries at Renuka Eye Hospital, an endeavour made possible by #Sebaashray2.… pic.twitter.com/PmZ4i7I32b— Abhishek Banerjee (@abhishekaitc) December 20, 2025