সপ্তাহান্তে বিনামূল্যে নেটফ্লিক্স
যদিও এদের সদস্যপদের মূল্য এখনও অনেক মানুষের নাগালের বাইরে।
November 21, 2020
|
< 1 min read
Published by: Drishti Bhongi

আমরা সকলেই কমবেশি ওটিটির (OTT) নেশায় বর্তমানে বুঁদ। অনেকেই বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের সদস্য। তবে নিঃসন্দেহে সবথেকে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হচ্ছে নেটফ্লিক্স (Netflix)। যদিও এদের সদস্যপদের মূল্য এখনও অনেক মানুষের নাগালের বাইরে।
এবার তাদের ওটিটি প্ল্যাটফর্মকে ভারতে আরও জনপ্রিয় করতে এক উদ্যোগ নিল তারা। আগামী ৫ই এবং ৬ই তারা তাদের সমস্ত সম্ভার সকলকে বিনামূল্যে সকলকে দেখতে দেবে। এজন্য লাগবে না এক পয়সাও। তাই, ৫ই এবং ৬ই ডিসেম্বর আমজনতা আবারও মেতে উঠবে নেটফ্লিক্সে।