ভারত ছাড়ো থেকে ভারত জোড় – ১০১ বছরের স্বাধীনতা সংগ্রামীর সিএএ বিরোধীতা

দেশজুড়ে সিএএ বিরোধিতায় উত্তাল দেশ। এরই মাঝে একজন ১০১ বছরের মানুষকে দেখা গেল এই বিরোধীতায় অংশ নিতে।

January 9, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যেঃ Waseem Ahmed

দেশজুড়ে সিএএ বিরোধিতায় উত্তাল দেশ। এরই মাঝে একজন ১০১ বছরের মানুষকে দেখা গেল এই বিরোধীতায় অংশ নিতে। 

@Waseem_Ahmed11 নামক এক ট্যুইটার ব্যবহারকারীর বক্তব্য হরহল্লি শ্রীনিবাসাইয়া দোরস্বামী অনেককে উদ্বুদ্ধ করেছেন এই বয়সে অনশনে বসে। ব্যাঙ্গালোরের ফ্রিডাম পার্কে এর পর বাকি অনশনকারীদের সঙ্গে ডাবের জল পান করে অনশন ভাঙেন।


তিনি লেখেন, ব্যাঙ্গালোরের ফ্রিডাম পার্কে এক অসাধারণ দৃশ্য। ১০১ বছর বয়সী স্বাধীনতা সংগ্রামী হরহল্লি শ্রীনিবাসাইয়া দোরস্বামী সদ্য বাকি অনশনকারীদের সঙ্গে করে অনশন ভাঙেন। ভারত ছাড়ো থেকে ভারত জোড় এই প্রবীণ ভদ্রলোক অনেক পথ অতিক্রম করেছেন। ওই ট্যুইটার ব্যবহারকা সঙ্গে ওই প্রবীণের ডাবের জল পানের দৃশ্যও ট্যুইট করেন। 

এরপর তিনি একটি ভিডিও টুইট করেন যেখানে দেখা যাচ্ছে ওই ১০১ বছরের প্রবীণ ব্যক্তি রঘুপতি রাঘব রাজা রাম গেয়ে অনশন ভঙ্গ করেন।

অনলাইনে শেয়ার করা মাত্র এই ফটোটি ভাইরাল হয় এবং সকলে দোরেস্বামীর এই অংশগ্রহণে বাহবা দেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen