বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের সন্ত্রাসবাদী তকমা, গ্রেপ্তার ১৬ – ইতিহাস মোছার চেষ্টা?

ঢাকার আদালতের নির্দেশে ১৬ জনকে হাজতে পাঠানো হয়েছে, যাঁদের মধ্যে রয়েছেন দেশের গর্ব, প্রবীণ মুক্তিযোদ্ধা, অধ্যাপক এবং সাংবাদিকও

August 29, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৩৪: বাংলাদেশে (Bangladesh) মুক্তিযুদ্ধের বীর সেনানীরা আজ সন্ত্রাসবাদের অভিযোগে বন্দি! ঢাকার আদালতের (Dhaka court) নির্দেশে ১৬ জনকে হাজতে পাঠানো হয়েছে, যাঁদের মধ্যে রয়েছেন দেশের গর্ব, প্রবীণ মুক্তিযোদ্ধা, অধ্যাপক এবং সাংবাদিকও। এই ঘটনার পর থেকে প্রশ্ন উঠছে, কোন পথে এগোচ্ছে বাংলাদেশ?

বৃহস্পতিবার রাজধানী ঢাকায় ‘মঞ্চ ৭১’-এর এক আলোচনাসভায় মৌলবাদীদের হামলার পর পুলিশ আক্রান্তদেরই আটক করে। প্রথমে দাবি করা হয় তাঁদের সুরক্ষার জন্য আটক করা হয়েছে। কিন্তু রাতে তাঁদের বিরুদ্ধেই জঙ্গিদমন আইনের ধারায় মামলা করা হয়। পুলিশের অভিযোগপত্রে বলা হয়েছে, তদন্ত সম্পূর্ণ হয়নি, অভিযুক্তদের নাম-ঠিকানাও যাচাই করা হয়নি, তাই তাঁদের হেফাজতে রাখা জরুরি।

আটক হওয়া ব্যক্তিদের মধ্যে প্রাক্তন মন্ত্রী ও মুক্তিযোদ্ধা আবদুল লতিফ সিদ্দিকী (Abdul Latif Siddiqui), ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান কুরজুন (Hafizur Rahman) এবং সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাও (Manjurul Alam Panna) রয়েছেন। উদ্যোক্তাদের দাবি, হামলাকারীদের বাঁচিয়ে মুক্তিযোদ্ধাদেরই গ্রেপ্তার করা হচ্ছে, যা মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেওয়ার এক অপচেষ্টা।

এই ঘটনা প্রসঙ্গে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির বলেন, “অনেক চেষ্টা চলছে মানুষকে ১৯৭১ ভুলিয়ে দেওয়ার। যারা সে সময় শত্রুপক্ষকে সাহায্য করেছিল তাঁরাই এখন উঁচু গলায় কথা বলছেন। আমরা যুদ্ধ করেছি, আমরা ভুলিনি। ১৯৭১ ভুলবার নয়।”

‘মঞ্চ ৭১’-এর সংগঠক ও মুক্তিযোদ্ধা-আইনজীবী জেড আই খান পান্না সোশ্যাল মিডিয়ায় হামলাকারীদের “দুষ্কৃতী” বলে আখ্যা দিয়ে মন্তব্য করেন, এই আক্রমণ বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতার (Freedom of speech) প্রকৃত চিত্র প্রকাশ করেছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার ঢাকার রিপোর্টার্স ইউনিটি অডিটোরিয়ামে আয়োজিত ওই আলোচনায় নিজেদের ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে একদল ব্যক্তি ঢুকে পড়ে, ব্যানার ছিঁড়ে ফেলে এবং কয়েকজনকে মারধর করে। আয়োজকদের অভিযোগ, শেখ হাসিনার সরকারের সমালোচনা করার কারণেই মুক্তিযোদ্ধাদের নিশানা করা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen