Friendship Day: বন্ধুত্বের গল্প বলা কোন সিনেমাগুলো দেখতে পারেন আজ?

বন্ধুত্বের অসাধারণ বন্ধন দেখা গিয়েছে ২০১৯ সালে রিলিজ হওয়া এই সিনেমায়। অ্যানির চরিত্রে সুশান্ত সিং রাজপুতের অভিনয় ছিল অনবদ্য।

August 4, 2024 | 3 min read
Published by: Drishti Bhongi
আজ বন্ধুকে নিয়ে দেখতে পারেন বন্ধুত্বের ছবিগুলি।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ বন্ধুত্ব দিবস। বলিউড বারবার বন্ধুত্ব গল্প বলেছে। আজ বন্ধুকে নিয়ে দেখতে পারেন বন্ধুত্বের ছবি।

দোস্তি (১৯৬৪)

দোস্তি (১৯৬৪):
প্রকৃত বন্ধুত্ব বলতে যা বোঝায়, তা ফুটে উঠেছে সিনেমাটিতে। দুই বন্ধু, একজন অন্ধ এবং অন্যজনের হাঁটাচলার অসুবিধা। একে অপরের সহযোগী হয়ে তাঁরা পৃথিবীতে চলতে থাকেন। হাজারও বাঁধার সম্মুখীন হয়েও তাঁরা লড়ে যান। সিনেমাটিতে অভিনয় করেন সুশীল কুমার এবং সুধির কুমার।

শোলে (১৯৭৫)

শোলে (১৯৭৫):
বলিউডে বন্ধুত্ব নিয়ে যে সিনেমাগুলো তৈরি হয়েছে, তার মধ্যে অন্যতম শোলে। জয় এবং বীরু, দুই বন্ধুর কাহিনি উঠে এসেছে সিনেমায়। দুই চরিত্রে অভিনয় করেন অমিতাভ এবং ধর্মেন্দ্র। সিনেমাটি বন্ধুত্বের প্রতীক হয়ে উঠেছে। সিনেমাটির ‘ইয়ে দোস্তি হাম নেহি ছোড়েঙ্গে’ গানটি আজও জনপ্রিয়।

দিল চাহতা হ্যায় (২০০১)

দিল চাহতা হ্যায় (২০০১):
ফারহান আখতারের ছবি ‘দিল চাহতা হ্যায়’ ২০০১ সালে মুক্তি পেয়েছিল। আকাশ, সমীর, সিদ্ধার্থ; তিন বন্ধুর গল্প দর্শক উপভোগ করেছিল। আমির খান, সইফ আলি খান এবং অক্ষয় খান্না মুখ্য চরিত্রে ছিলেন।

জানে তু ইয়া জানে না (২০০৮)

জানে তু ইয়া জানে না (২০০৮):
‘জানে তু ইয়া জানে না’ ২০০৮ সালে মুক্তি পেয়েছিল। এআর রহমানের সুরে ছবির প্রতিটি গান বিপুল জনপ্রিয় হয়েছিল। জয়-অদিতির বন্ধুত্ব নজর কেড়েছিল। মুখ্য ভূমিকায় ছিলেন ইমরান খান, জেনেলিয়া ডিসুজা।

থ্রি ইডিয়টস (২০০৯)

থ্রি ইডিয়টস (২০০৯):
বন্ধুত্ব নিয়ে সিনেমার প্রসঙ্গ উঠলে প্রথমেই মাথায় আসে ‘থ্রি ইডিয়টস’-র নাম। ইঞ্জিনিয়ারিং পড়ুয়া তিন বন্ধুর সুখ-দুঃখের আখ্যান এ ছবি। চেতন ভগতের লেখা ‘ফাইভ পয়েন্ট সামওয়ান’ গল্প থেকে অনুপ্রাণিত সিনেমায় অভিনয় করেন আমির খান, বোমান ইরানি, আর মাধবন ও শারমান জোশি।

জিন্দেগি না মিলেগি দোবারা (২০১১)

জিন্দেগি না মিলেগি দোবারা (২০১১):
২০১১ সালে মুক্তি পায় জোয়া আখতার পরিচালিত ‘জিন্দেগি না মিলেগি দোবারা’। সিনেমায় দেখানো হয়, তিন বন্ধুই; নিজেদের সমস্যা নিয়ে এতটাই মশগুল যে, তারা ভুলে যায় জীবন উদযাপন করতে। স্পেন ভ্রমণের সিদ্ধান্ত নেয় তারা। সেখানে গিয়ে তাঁদের জীবন নতুন মোড় নেয়।

ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি (২০১৩)

ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি (২০১৩):
অয়ন মুখার্জির ছবি ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’-র গান, সংলাপ আর বানি-অদিতি-নয়না-অভির বন্ধুত্ব বারবার মুগ্ধ করে দর্শকদের। রণবীর ও দীপিকার অভিনয় প্রশংসিত হয়েছিল।

ছিছোড়ে (২০১৯)

ছিছোড়ে (২০১৯):
হস্টেল জীবনের গল্প বলে নীতেশ তিওয়ারির ছবি ছিছোড়ে। বন্ধুত্বের অসাধারণ বন্ধন দেখা গিয়েছে ২০১৯ সালে রিলিজ হওয়া এই সিনেমায়। অ্যানির চরিত্রে সুশান্ত সিং রাজপুতের অভিনয় ছিল অনবদ্য। এছাড়াও ছিলেন শ্রদ্ধা কাপুর।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen