ব্যাকলেস থেকে সব্যসাচী কাট— পুজোয় ব্লাউজের ট্রেন্ডে নয়া চমক
অন্যদিকে, চিরকালীন আভিজাত্যের প্রতীক সব্যসাচী কাট। গভীর পিঠখোলা, নিখুঁত ফিটিং আর জমকালো হাতা, এ এক অনন্য সমাহার।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২.০৫: পুজোর দিন মানেই নতুন শাড়ি, গয়না আর উৎসবের উচ্ছ্বাস। তবে শুধু শাড়িই নয়, তার সঙ্গে মানানসই ব্লাউজই সাজের আসল রূপ পাল্টে দিতে পারে। সঠিক কাট বেছে নিতে পারলে সাধারণ শাড়িও হয়ে উঠবে নজরকাড়া। তাই সাজগোজের এই মরশুমে ফ্যাশন বিশেষজ্ঞরা জানালেন, কেমন গড়নে কেমন ব্লাউজ মানানসই।
এখনকার দিনে সবচেয়ে জনপ্রিয় হল্টার নেক ব্লাউজ। চিকন কাঁধ, লম্বা গলার সঙ্গে এই কাট একেবারেই মানানসই। হালকা লিনেন, কটন বা অর্গানজার মতো শাড়ির সঙ্গে সাজে বাড়তি স্টাইল যোগ করে হল্টার নেক।
অন্যদিকে, চিরকালীন আভিজাত্যের প্রতীক সব্যসাচী কাট। গভীর পিঠখোলা, নিখুঁত ফিটিং আর জমকালো হাতা, এ এক অনন্য সমাহার। ভরাট শরীর, গোল মুখ কিংবা রাজকীয় বেনারসি-কাশ্মীরি বা কাতানের সঙ্গে এমন ব্লাউজ হলে পুজোর ভিড়েই রাজকন্যার মতো জ্বলজ্বল করবেন।
শুধু এই দুটি নয়, ট্রেন্ডে আছে ব্যাকলেস, ডিপ ভি-নেক, বোট নেক বা কেপ ব্লাউজও।
চওড়া কাঁধ থাকলে কেপ ব্লাউজ বা বেল স্লিভস মানিয়ে যাবে দারুণ।
পাতলা গড়নের জন্য পাফ স্লিভ বা কাফ স্লিভ বেশ ফ্যাশনেবল।
আবার যাঁদের গলার হাড় উঁচু, তাঁদের জন্য বোট নেক বা অফ-শোল্ডার ব্লাউজ বেশ মানানসই।
স্টাইল বিশেষজ্ঞদের মতে, শাড়ির ধরন অনুযায়ী ব্লাউজ বেছে নিলে লুক আরও উজ্জ্বল হয়।
উদাহরণ হিসেবে বলা যায়,
রাজকীয় বেনারসি বা কাতানে সব্যসাচী কাট কিংবা হেভি এমব্রয়ডারি ব্লাউজ সবচেয়ে মানানসই।
আর কটন, লিনেন, অর্গানজার মতো হালকা শাড়ির সঙ্গে হল্টার নেক বা ব্যাকলেস লুক করে তুলতে পারে আরও আকর্ষণীয়।
সবশেষে পরামর্শ একটাই— আরামদায়ক ফিট আর আত্মবিশ্বাসেই লুক সম্পূর্ণ হয়। গলার গয়না, রঙের কনট্রাস্ট আর সঠিক ব্লাউজ কাট; এই তিনে মিললেই পুজোর সাজে আপনিও হয়ে উঠতে পারেন অনন্যা।