Bihar SIR: বিহারের বাসিন্দা ‘ডোনাল্ড ট্রাম্প’ থেকে ‘শ্রীরাম’! আজব কাণ্ড বিজেপির রাজ্যে!

ট্রাম্পের ছবি ব্যবহার করা হয়েছে, পিতার নাম উল্লেখ করা হয়েছে ফ্রেডরিক ক্রাইস্ট ট্রাম্প এবং মায়ের নাম মেরি অ্যান ম্যাকলিওড।

August 6, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৩২: বিহারের সমস্তিপুর জেলার (Samastipur) মোহিউদ্দিন নগর (Mohiuddin Nagar) ব্লকের হাসানপুর গ্রামের (Hasanpur Village) বাসিন্দা হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড জন ট্রাম্পের (Donald John Trump) নামে একটি আবাসন সার্টিফিকেটের (Residence Certificate) আবেদন জমা পড়েছে! ২৯শে জুলাই, ২০২৫-এ অনলাইনে জমা দেওয়া এই আবেদনে (Application No. BRCCO/2025) ট্রাম্পের ছবি ব্যবহার করা হয়েছে, পিতার নাম উল্লেখ করা হয়েছে ফ্রেডরিক ক্রাইস্ট ট্রাম্প (Frederick Christ Trump) এবং মায়ের নাম মেরি অ্যান ম্যাকলিওড (Mary Anne Macleod)।

এই ঘটনায় মোহিউদ্দিন নগর ব্লক অফিসের (Block Office) কর্মকর্তারা হতবাক। তবে এটাই একমাত্র বিস্ময় নয় – “মাতা সীতা” (Mata Sita), “শ্রী রাম” (Shri Ram) নামেও জাল তথ্য ও ছবি দিয়ে আবেদন জমা পড়েছে। এসব ক্ষেত্রে আধার কার্ড (Aadhaar Card) হ্যাক করে নাম, ঠিকানা ও ছবি সংযোজন করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

পাটনা (Patna), নওয়াদা (Nawada) ও পূর্ব চম্পারণ (East Champaran) জেলাতেও “ডগ বাবু” (Dog Babu), “ডোগেশ বাবু” (Dogesh Babu) এবং “সোনালিকা” (Sonalika) নামে আবাসন ও আয় সার্টিফিকেটের (Income Certificate) আবেদন পাওয়া গিয়েছে।

বিহারে বিশেষ ভোটার তালিকা সংশোধন (Special Electoral Roll Revision) নিয়ে ইতিমধ্যেই চলছে তীব্র বিতর্ক। এর মধ্যেই জাল আবেদনের এমন ঘটনা প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন তুলেছে। প্রশ্ন উঠছে, বিহারের নীতিশ কুমার ও বিজেপির নেতৃত্বাধীন সরকার কী ভোটার লিস্ট সংশোধনের নামে ভোটে জেতার জন্য অন্য কোনো রাজ্য থেকে ভুয়ো ভোটার ঢোকাচ্ছে?

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen