ইডেন থেকে রাঁচি, এবার রায়পুর: ‘বিরাট’ আবেগে পা ছুঁয়ে আশীর্বাদ প্রার্থনা কোহলি ভক্তর

December 3, 2025 | < 1 min read
Published by: Ritam

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:১৫: শহর বদলায়, দিন পাল্টায়, কিন্তু বিরাট কোহলির প্রতি ভক্তদের আবেগ একই থাকে। ইডেন থেকে রাঁচি, এবার রায়পুরেও দেখা গেল সেই দৃশ্য। কিং কোহলিকে একটিবার ছুঁয়ে দেখার জন্য নিরাপত্তা বেষ্টনী ভেঙে মাঠে ঢুকে পড়লেন এক যুবক ভক্ত। সদ্য সেঞ্চুরি পূর্ণ করা বিরাটের পায়ে লুটিয়ে পড়লেন তিনি।

এর আগে আইপিএলের উদ্বোধনী ম্যাচে ইডেনে বিরাটের পা ধরে প্রণাম করেছিলেন বর্ধমানের তরুণ ঋতুপর্ণ পাখিরা। পরে তাঁকে গ্রেপ্তার করা হয় ‘ক্রিমিনাল ট্রেসপাসিং’-এর অভিযোগে। গত রবিবার রাঁচিতেও একই ঘটনা ঘটে। বিরাটের ৫২তম আন্তর্জাতিক সেঞ্চুরির পর মাঠে ঢুকে পড়েন শৌভিক মুর্মু নামে এক তরুণ। সেও বিরাটের পায়ে পড়ে প্রণাম করেন এবং পরে গ্রেপ্তার হন।

কিন্তু গ্রেপ্তারি বা জেলে রাত কাটানো-কোনওকিছুতেই ভয় পাচ্ছেন না বিরাটের ভক্তরা। বুধবার রায়পুরে বিরাটের ৮৪তম আন্তর্জাতিক সেঞ্চুরির পর আবারও এক ভক্ত মাঠে ঢুকে পড়েন। মার্কো জানসেনের ডেলিভারিতে সিঙ্গল নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন বিরাট। ওভার শেষে জলপানের বিরতির সময়েই ওই যুবক মাঠে ঢুকে তাঁর পা জড়িয়ে ধরেন। পরে নিরাপত্তারক্ষীরা তাঁকে সরিয়ে নিয়ে যান। ক্রিকেটপ্রেমীদের এমন আবেগ দেখে আপ্লুত অনেকেই।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen