ভালোবাসা থেকে সংসার, তারপর আকস্মিক বিদায়, স্ত্রীর মৃত্যুতে বিধ্বস্ত ক্রোমা

October 15, 2025 | 2 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:১৪: আনসুমানা ক্রোমা ভারতীয় ফুটবল সার্কিট তথা কলকাতা ময়দানের অতি পরিচিত নাম।
কয়েক বছর আগে এক বাঙালি মেয়েকে বিয়ে করে খবরের শিরোনামে উঠে এসেছিলেন প্রাক্তন ফুটবলার। বুধবার আচমকা হৃদ্‌রোগে প্রয়াত হলেন তাঁর স্ত্রী পূজা, যিনি বিয়ের পর সাদিয়া নাম গ্রহণ করেছিলেন। সমাজমাধ্যমে স্ত্রীর মৃত্যুর খবর জানিয়ে শোকস্তব্ধ ক্রোমা লিখেছেন, “তুমি বড্ড তাড়াতাড়ি চলে গেলে সাদিয়া… কী করে বলব আমাদের সন্তানদের যে তাদের মা আর নেই।”

২০১৯ সালে পূজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ক্রোমা। কলকাতার ফুটবল মাঠেই আলাপ—সেখান থেকেই গড়ে ওঠে প্রেম, তারপর বিয়ে। সুখী সংসারে দুই সন্তানও এসেছে—একজনের বয়স পাঁচ বছর, অপরজন মাত্র দু’মাস। কিন্তু এই আনন্দময় পরিবারে নেমে এল শোকের ছায়া।

পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে একেবারেই স্বাভাবিক ছিলেন পূজা। দুধ-মুড়ি খেয়ে শুতে গিয়েছিলেন তিনি। কিছুক্ষণ পর শৌচাগারে যাওয়ার সময় আচমকাই পড়ে যান। মুখ দিয়ে গ্যাঁজলা বের হতে শুরু করে। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি তাঁকে। প্রাথমিকভাবে হৃদ্‌রোগকেই মৃত্যুর কারণ হিসাবে মনে করা হচ্ছে।

গত মাসেই ছিল পূজার জন্মদিন। সেই দিনটিকে ঘিরে সমাজমাধ্যমে আবেগমাখা পোস্ট করেছিলেন ক্রোমা। পূজাও নিয়মিত ছবি শেয়ার করতেন। মৃত্যুর মাত্র দু’দিন আগেও তিনি সক্রিয় ছিলেন অনলাইনে। তাই তাঁর এই আকস্মিক প্রয়াণে স্তম্ভিত ক্রোমা এবং ঘনিষ্ঠরা।

উল্লেখ্য, গত বছরই জীবন-মৃত্যুর লড়াইয়ে জিতেছিলেন ক্রোমা। ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে শরীরের ডান দিক প্রায় অসাড় হয়ে গিয়েছিল তাঁর। সেই কঠিন সময়ে দিনরাত এক করে তাঁকে সুস্থ করে তুলেছিলেন পূজা। আজ সেই মানুষটিই নেই।

পেশাদার ফুটবলে ক্রোমার দীর্ঘ যাত্রাপথে রয়েছে ইস্টবেঙ্গল, মোহনবাগান, Churchill Brothers FC Goa, Shillong Lajong FC এবং NEROCA FC-এর মতো ক্লাবে খেলার অভিজ্ঞতা। কলকাতা লিগেও বহু ক্লাবের হয়ে গোল করেছেন তিনি। মাঠের এই লড়াকু ফুটবলার আজ ব্যক্তিগত জীবনের এক গভীর শোকের মুখোমুখি। সাদিয়ার অকাল প্রয়াণে শোকস্তব্ধ ফুটবল মহলও।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen