নবম শ্রেণী থেকেই বিষয় নির্বাচন করতে পারবে পড়ুয়ারা, ভাবনা রাজ্যের

এই পরিবর্তন আনতে গেলে সামঞ্জস্য রেখে বদলাতে হবে সিলেবাস।

May 25, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

বিজ্ঞান, কলা, বাণিজ্য – একাদশ শ্রেণী থেকে সাধারণত পড়ুয়ারা এই তিন বিভাগে বিভক্ত হয়ে থাকে। মাধ্যমিক বা দশম শ্রেণীর বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরই নিজের পছন্দের স্ট্রিম নির্বাচন করতে পারে তারা। কিন্তু এই ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। সূত্রের খবর, রাজ্য সরকার গঠিত সিলেবাস কমিটির অভ্যন্তরীণ বৈঠকে এই প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে।

যদি, সিলেবাস কমিটির এই প্রস্তাব বাস্তবায়িত হয়, তবে একাদশ নয়, নবম শ্রেণী থেকেই থেকেই ছাত্রছাত্রীরা নিজেদের পছন্দের স্ট্রিম নির্বাচন করতে পারবে। কেন্দ্রীয় সরকার যে জাতীয় শিক্ষানীতি প্রস্তাব করেছে, তাতেও এই ধরনের সুপারিশ ছিল। তবে রাজ্য সরকার পর্যালোচনা না করেই জাতীয় শিক্ষানীতি কার্যকর করতে চায় না। আর তাই গঠিত হয় এই নতুন সিলেবাস কমিটি।

যদিও, এই পরিবর্তন আনতে গেলে সামঞ্জস্য রেখে বদলাতে হবে সিলেবাস। সেটা নিয়েই আলোচনা করছে কমিটি। কথাবার্তা চলছে প্রত্যেকটি বিষয়কে বেসিক এবং অ্যাডভান্সড কোর্সে ভাগ করা নিয়ে। যে পড়ুয়া যে বিষয় নিয়ে ভবিষ্যতে পড়তে চায়, সেই বিষয়ে অ্যাডভান্সড কোর্স আর অন্যান্য বিষয়ে বেসিক কোর্স পড়তে হবে তাদের।

আগামী ১ জুন এই কমিটির পূর্ণাঙ্গ বৈঠক হবে। তাতেই এই বিষয়ে আরও আলোচনা হওয়ার কথা। কমিটির এক সদস্যের মতে, যে যার পছন্দের বিষয় নিয়ে ছোটবেলা থেকে পড়াশোনা করলে ভবিষ্যতে কেরিয়ারে সুবিধা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen