এবার থেকে ইউপিআইয়ের মাধ্যমে একবারে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত পেমেন্ট করা যাবে
একই সুবিধা মিলবে হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানে টাকা জমা দেওয়ার ক্ষেত্রেও।
September 18, 2024
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বর্তমানে ইউপিআই ব্যবহারকারীরা সাধারণভাবে দিনে এক লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করতে পারেন। শেয়ার বাজার, বিমা এবং বিদেশ থেকে ব্যাঙ্ক অ্যাকাউটে টাকা পাঠানোর মতো নির্দিষ্ট কয়েকটি ক্ষেত্রে সেই সীমা অবশ্য দৈনিক ২ লক্ষ টাকা।
তবে এবার থেকে একবারে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত পেমেন্ট করা যাবে। ১৬ সেপ্টেম্বর থেকেই পাওয়া যাচ্ছে নতুন এই সুবিধা। যাঁরা ইউপিআইয়ের মাধ্যমে বড় অঙ্কের লেনদেন করেন, তাঁরা নিয়ম বদলের ফলে লাভবান হবেন।
গত ২৪ আগস্ট প্রকাশিত এনপিসিআইয়ের সার্কুলার অনুযায়ী এবার থেকে ইউপিআইয়ের মাধ্যমে ৫ লক্ষ টাকা পর্যন্ত আয়কর জমা দেওয়া যাবে। একই সুবিধা মিলবে হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানে টাকা জমা দেওয়ার ক্ষেত্রেও।