চ্যালেঞ্জে ভরা বছর ! টি-২০ বিশ্বকাপ থেকে এশিয়ান গেমস—২০২৬ সালে টিম ইন্ডিয়ার পুরো সূচি এক নজরে

January 1, 2026 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৩০: ২০২৬ সালে পা রাখার সঙ্গে সঙ্গেই ভারতীয় পুরুষ সিনিয়র ক্রিকেট দলের সামনে খুলে যাচ্ছে এক ব্যস্ত ও চ্যালেঞ্জে ঠাসা ক্যালেন্ডার। আইসিসি-র মেগা ইভেন্ট থেকে শুরু করে একের পর এক দ্বিপাক্ষিক সিরিজ—সব মিলিয়ে বছরজুড়ে কঠিন পরীক্ষার মুখে পড়তে চলেছে টিম ইন্ডিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক হিসেবে ঘরের মাঠে চাপ যেমন থাকবে, তেমনই বিদেশের মাটিতে শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে নিজেদের গভীরতা প্রমাণ করাও বড় লক্ষ্য।

বছরের শুরুতেই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ দিয়ে যাত্রা শুরু করবে ভারত। মোট আটটি ম্যাচের এই সিরিজকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে ধরা হচ্ছে। জানুয়ারির মাঝামাঝি তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দু’দল, দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে থাকা ভেন্যুতে।

এরপর ফেব্রুয়ারি-মার্চ জুড়ে নজর থাকবে আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে হতে চলা এই টুর্নামেন্টে ঘরের মাঠের সুবিধা থাকলেও প্রত্যাশার চাপ থাকবে প্রবল। কয়েক বছর আগে ওয়ানডে বিশ্বকাপে হতাশার স্মৃতি এখনও টাটকা, ফলে শিরোপা ধরে রাখাই হবে রোহিতদের মূল লক্ষ্য।

বিশ্বকাপের পর মার্চ থেকে মে—দুই মাস জুড়ে ক্রিকেটপ্রেমীদের মন মাতাবে আইপিএল। বিশ্বের সবচেয়ে ধনী ফ্র্যাঞ্চাইজি লিগে আবারও একত্রিত হবেন তারকা ক্রিকেটাররা। পাশাপাশি, কয়েকজন আইকনিক ক্রিকেটারের শেষ আইপিএল দেখার সম্ভাবনাও তৈরি করছে বাড়তি আবেগ।

আইপিএলের পর জুনে আফগানিস্তানের বিরুদ্ধে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে ভারত। এরপর জুলাইয়ে ইংল্যান্ড সফরে পাঁচটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে—হাই-প্রোফাইল এই সফর সাদা বলের ক্রিকেটে দলের ভারসাম্য যাচাই করবে।

আগস্টে শ্রীলঙ্কা সফরে দুই টেস্ট ম্যাচ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেপ্টেম্বরের শুরুতে বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে ভারত। একই মাসে জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসে ক্রিকেটের প্রত্যাবর্তন বিশেষ আকর্ষণ যোগ করবে, যেখানে ভারতের অংশগ্রহণ বাড়তি রঙ ছড়াবে।

বছরের শেষভাগে ফের ব্যস্ততা—ঘরের মাঠে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ, তারপর অক্টোবর-নভেম্বরে নিউজিল্যান্ড সফর। কিউইদের দেশে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে পূর্ণাঙ্গ সিরিজ ভারতীয় ব্যাটিংয়ের জন্য বড় চ্যালেঞ্জ। সবশেষে ডিসেম্বরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ দিয়ে শেষ হবে ২০২৬ সালের দীর্ঘ ও রোমাঞ্চকর ক্রিকেটযাত্রা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen