মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর থেকে রঞ্জির মাঠে বাংলার লড়াই, নজরে প্রশাসনিক বৈঠক ও ভোট প্রস্তুতি

November 10, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:৩০: মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর ও প্রশাসনিক বৈঠক

সোমবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক পর্যালোচনার উদ্দেশ্যে উত্তরকন্যায় উচ্চ পর্যায়ের বৈঠকে বসতে পারেন তিনি। জেলাশাসক ও বিভিন্ন দপ্তরের কর্তাদের সঙ্গে রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

BLO-দের এনিউমারেশন ফর্ম বিলি নিয়ে বিতর্ক

রাজ্যজুড়ে শুরু হয়েছে SIR আবহে এনিউমারেশন ফর্ম বিলির কাজ। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী BLO-দের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করার কথা। কিন্তু অভিযোগ উঠেছে, কয়েকটি জেলায় তারা শিবির করে ফর্ম দিচ্ছেন, যা নিয়মবিরুদ্ধ। ফলে এ দিন BLO-দের কার্যকলাপের ওপর থাকবে প্রশাসনের কড়া নজর।

দিল্লিতে আজ সংসদীয় স্ট্যান্ডিং কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক

দিল্লিতে আজ অনুষ্ঠিত হবে পাবলিক গ্রিভান্স, আইন ও বিচার সংক্রান্ত সংসদীয় স্ট্যান্ডিং কমিটির বৈঠক। কেন্দ্রীয় প্রশাসনিক কার্যকলাপ, নাগরিক অভিযোগ ও বিচারব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে এই বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। রাজনৈতিক মহলেরও দৃষ্টি থাকবে এ দিনের বৈঠকে কী সিদ্ধান্ত হয়, তার দিকে।

রঞ্জিতে সুরাটে নজর বাংলার ম্যাচে

রঞ্জি ট্রফির চতুর্থ ম্যাচে আজ তৃতীয় দিনের খেলায় নামবে বাংলা দল। রবিবার প্রথম ইনিংসে ৪৭৪ রান তুলে চাপে ফেলেছে রেলওয়েজ়কে। দ্বিতীয় দিনের শেষে রেলওয়েজ়ের সংগ্রহ ৫ উইকেটে ৯৭। আজ দ্রুত উইকেট তুলে বড় লিড নেওয়াই বাংলার লক্ষ্য। নজর থাকবে সুরাটের মাঠে ম্যাচের গতিপ্রকৃতির দিকে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen