১৮ বছরের অপেক্ষার অবসান থেকে বিশ্বজয়ের স্বপ্নপূরণ, ২০২৫ এ ক্রীড়াক্ষেত্রে কী কী ঘটলো দেখে নিন এক নজরে

December 30, 2025 | 3 min read

২০২৫ ক্রীড়াজগতের ইতিহাস বদলে দেওয়া এক বছর। ২০২৫ সাল বিশ্ব ক্রীড়ার ইতিহাসে একাধিক যুগান্তকারী ঘটনার সাক্ষী হয়ে থাকবে। বহু প্রতীক্ষিত সাফল্য, নতুন চ্যাম্পিয়নের উত্থান এবং রেকর্ড গড়া পারফরম্যান্স—সব মিলিয়ে বছরটি ক্রীড়াপ্রেমীদের কাছে স্মরণীয় হয়ে উঠেছে। এক নজরে ২০২৫ সালের ক্রীড়াজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলি—

দক্ষিণ আফ্রিকার ঐতিহাসিক টেস্ট বিশ্বকাপ জয় দীর্ঘদিনের ‘চোকার্স’ তকমা ঘুচিয়ে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো জয় করে নেয় ICC World Test Championship। এই জয় বিশ্ব ক্রিকেটে এক নতুন অধ্যায় রচনা করে।

আইপিএলে প্রথমবার ট্রফি ঘরে তোলে আরসিবি ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আইপিএল চ্যাম্পিয়ন হয় রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই জয় আইপিএল ইতিহাসের অন্যতম আবেগঘন মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়। দীর্ঘদিনের ‘চোকার্স’ তকমা ঘুচিয়ে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো জয় করে নেয় ICC World Test Championship। এই জয় বিশ্ব ক্রিকেটে এক নতুন অধ্যায় রচনা করে।

ভারতীয় মহিলা ক্রিকেট দলের বিশ্বজয় ভারতীয় মহিলা ক্রিকেট দল প্রথমবার আইসিসি মহিলা বিশ্বকাপ জিতে দেশের ক্রীড়া ইতিহাসে স্বর্ণাক্ষরে নাম লেখায়।

আন্তর্জাতিক ফুটবলে কিংবদন্তির বিদায় ও প্রজন্ম বদল ২০২৫ সালে একদিক তারকা ক্রীড়াবিদ নিজের অবসর গ্রহণ করেছেন টেস্ট ক্রিকেট থেকে যেমন বিরাট,রোহিত। ভারতীয় জাতীয় দল থেকে সুনীল ছেত্রী। টেনিস থেকে রাফায়েল নাদাল

নীরজ চোপড়ার ৯০ মিটারের মাইলফলক ভারতীয় অ্যাথলেটিক্সে নতুন দিগন্ত খুলে ৯০ মিটারের গণ্ডি পার করেন নীরজ চোপড়া।

দাবায় ভারতের উত্থান, গুকেশের ঐতিহাসিক সাফল্য বিশ্ব দাবার মঞ্চে ধারাবাহিক সাফল্যে নজর কাড়েন ডি গুকেশ, যা ভারতকে দাবার সুপারপাওয়ারে পরিণত করে।

ভারতীয় ফুটবলে মোহনবাগানের আধিপত্য মোহনবাগান সুপার জায়ান্ট আইএসএলে ধারাবাহিক সাফল্য বজায় রেখে দেশের ফুটবলে নিজেদের অবস্থান পোক্ত করে।

ইস্টবেঙ্গল মহিলা দলের সাফ চ্যাম্পিয়নশিপ জয় ২০২৫ সালে একমাত্র ভারতীয় ক্লাব শতাব্দী প্রাচীন ইস্টবেঙ্গল ক্লাব নিজেদের পঞ্চম আন্তর্জাতি ট্রফি নিজদের ঘরে তোলে। লাল – হলুদের মেয়েরা নেপালে গিয়ে অপরাজিত থেকে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করে।

মেসির ভারত সফর প্রায় ১৪ বছর পরে আরও একবার ভারতে পা রাখেন ফুটবল বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিও মেসি। কলকাতা, হায়দ্রাবাদ,মুম্বই,দিল্লি সহ একাধিক জায়গায় নিজের সফর সারেন তিনি। তবে কলকাতায় তার আগমনের ফলে যুবভারতী স্টেডিয়ামে তৈরি হয় চরম বিশৃঙ্খলা। যা নিয়ে তোলপাড় হয়ে যায় ফুটবলের মক্কা

২০২৫ আন্ডারডগদের বছর ১৪ বছর পরে বিগ ব্যাশ লীগ জয় হোবার্ট হ্যারিকেনের, টটেনহ্যাম হটস্পার ১৭ বছর পরে ইউরোপা লীগ জয়,প্যারিস সাঁজার প্রথম চ্যাম্পিয়নস লীগ জয়

চ্যাম্পিয়ন্স ট্রফি জয় ভারতের রোহিত শর্মার হাত ধরে নিউজিল্যান্ডকে ফাইনালে হারিয়ে ভারত নিজেদের তৃতীয় চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তোলে।

 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen