লালকেল্লায় বিস্ফোরণ থেকে বিহার ভোট, স্বাস্থ্য ভবনে মমতার বৈঠক, রঞ্জিতে কী হবে বাংলার, আজ নজর কোন কোন খবরে?

November 11, 2025 | 2 min read
Published by: Ritam

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:৩০: দিল্লিতে লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ

সোমবার সন্ধ্যায় রাজধানীর লালকেল্লার অদূরে গাড়িতে হঠাৎ বিস্ফোরণ ঘটে। আগুন ছড়িয়ে পড়ে আশপাশের অন্তত ২২টি গাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে। কেন্দ্রীয় গোয়েন্দা ও স্থানীয় পুলিশ যৌথভাবে তদন্তে নেমেছে। রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে কলকাতায়, নাকা চেকিং চলছে। নজর থাকবে তদন্তের গতিপ্রকৃতির দিকে।

বিহারে দ্বিতীয় দফার ভোটযুদ্ধ
রাজ্যের ২০ জেলায় ১২২টি বিধানসভা আসনে মঙ্গলবার ভোটগ্রহণ। গয়া, চম্পারণ, ভাগলপুর ও পূর্ণিয়া-সহ একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রে সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট হবে। বিহারের কুর্সিতে কে বসবে, সেদিকে নজর রাজনৈতিক মহলের।

স্বাস্থ্য ভবনে মমতার বৈঠক

এক দিনের উত্তরবঙ্গ সফর শেষ করে আজ কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে বাগডোগরা থেকে বিমানে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। কলকাতায় পৌঁছনোর পরে সল্টলেকের স্বাস্থ্য ভবনে একটি সরকারি অনুষ্ঠানে যাওয়ার কর্মসূচি রয়েছে তাঁর। বৈঠক হতে পারে।

কালীঘাটে পুজো দেবেন কোচ গৌতম গম্ভীর
ইডেনে ১৪ নভেম্বর থেকে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ। তার আগে আজ বিকেল চারটেয় কালীঘাট মন্দিরে পুজো দিতে যাবেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর। রবিবারই শহরে এসেছে ভারতীয় দল, তবে এখনও পৌঁছয়নি প্রোটিয়া শিবির।

রঞ্জিতে জয় পেতে মরিয়া বাংলা
রেলওয়েজের বিরুদ্ধে সুরাতে লড়ছে বাংলা দল। প্রতিপক্ষের দ্বিতীয় ইনিংসে এখনও ৫ উইকেট বাকি, আর দরকার ১৬২ রান। এই অবস্থায় বড় জয় পেতে মরিয়া অনুষ্টুপ মজুমদারের দল। প্রথম ইনিংসে বাংলা করেছিল ৪৭৪ রান, জবাবে রেলওয়েজ অলআউট হয় ২২২ রানে, ফলো-অনেও বেকায়দায় প্রতিপক্ষ।

আজ জেলমুক্তি পার্থর
আজই জেলমুক্তি হতে পারে পার্থ চট্টোপাধ্যায়ের। প্রায় তিন বছর তিন মাস জেলে কাটিয়ে ছাড়া পেতে পারেন তিনি। সোমবার বিশেষ সিবিআই আদালতের বিচারক পার্থকে জেলমুক্ত করার নির্দেশ দিয়েছেন। আজ কি ছাড়া পাবেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ? সে নজর থাকবে খবরে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen