মুম্বইয়ে সেঞ্চুরি হাঁকাল পেট্রল! আবার বাড়লো জ্বালানির দাম

দেশের বাণিজ্য নগরী মুম্বইতে পেট্রলের দাম হয়েছে লিটার প্রতি ১০০ টাকা ১৯ পয়সা।

May 29, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

মাঝে দু’-একদিনের বিরতি। আর তারপর পরই রেকর্ড বৃদ্ধি হচ্ছে পেট্রল-ডিজেলের (Petrol- Diesel) দাম। সেইমত গতকালের বিরতির পর আজ শনিবার ফের বাড়ল জ্বালানির দাম। এদিন আবার মুম্বইয়ে সেঞ্চুরি হাঁকাল পেট্রল। এই প্রথম মুম্বইয়ে পেট্রলের দাম ১০০ টাকা পার করল।

দেশের বাণিজ্য নগরী মুম্বইতে পেট্রলের দাম হয়েছে লিটার প্রতি ১০০ টাকা ১৯ পয়সা। এর আগে যদিও রাজস্থানের শ্রীগঙ্গানগর ও মধ্যপ্রদেশের ভোপালে পেট্রল ১০০ টাকা ছাড়িয়েছিল, কিন্তু মুম্বই প্রথম মেট্রো শহর হিসেবে পেট্রলে সেঞ্চুরি গড়ল। এর পাশাপাশি এখানে ডিজেলের দাম হয়েছে প্রতি লিটারে ৯২ টাকা ১৭ পয়সা।

অন্যদিকে, আজ কলকাতায় ২৫ পয়সা বৃদ্ধি পেয়ে পেট্রলের দাম দাঁড়িয়েছে লিটার প্রতি ৯৩ টাকা ৯৭ পয়সা। পাশাপাশি, ডিজেলের দাম লিটারে ২৮ পয়সা বেড়ে হয়েছে ৮৭ টাকা ৭৪ পয়সা। রাজধানী দিল্লিতে পেট্রলের দাম হয়েছে প্রতি লিটারে ৯৩ টাকা ৯৪ পয়সা ও ডিজেলের দাম ৮৪ টাকা ৮৯ পয়সা। চেন্নাইতে পেট্রলের দাম প্রতি লিটারে বেড়ে হয়েছে ৯৫ টাকা ৫১ পয়সা। পাশাপাশি ডিজেলের দাম প্রতি লিটারে ৮৯ টাকা ৬৫ পয়সা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen