কৃষকদের আন্দোলনে পূর্ণ সমর্থন আছে: মমতা বন্দ্যোপাধ্যায়

সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, ‘ফসলের ন্যূনতম দাম নিয়ে নতুন আইন প্রণয়ন করা হোক। কৃষকদের আন্দোলনে পূর্ণ সমর্থন আছে।

June 9, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করলেন কৃষক নেতা রাকেশ টিকায়েত (Rakesh Tikait)। তাঁর সঙ্গে বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, ‘ফসলের ন্যূনতম দাম নিয়ে নতুন আইন প্রণয়ন করা হোক। কৃষকদের আন্দোলনে পূর্ণ সমর্থন আছে। কৃষক আন্দোলন নিয়ে অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলব। ৭ মাস ধরে আন্দোলন চলছে, জোর করে আইন পাশ করেছে। কৃষি আইন প্রত্যাহার করতে হবে, এটা আমাদেরও দাবি।’

তিনি ক্ষোভ উগরে দিয়ে আরও বলেন, ‘করোনা নিয়ে নীতির ব্যাপারে কিছুই জানাচ্ছে না। ভ্যাক্সিন দেওয়ার জন্য ৩৫ হাজার কোটি কোথায় গেল? রাজ্যকে গুরুত্ব দেওয়ার কথা বলেছে আদালত। কিন্তু এরা এক কথা বলে, অন্য কাজ করে। আমরা নিজেরাই ভ্যাক্সিন কিনে মানুষকে দিয়েছি। জনগণের জন্য কিছু করতে চাইলে বিভাজনের রাজনীতি করত না। কেন শুধু কৃতিত্ব দাবি করছেন প্রধানমন্ত্রী?’

পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি নিয়েও এদিন বিরক্তি প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘রোজ এলপিজি, পেট্রোল, ডিজেলের দাম বাড়ছে। একদিকে করোনা, অন্যদিকে রোজ দাম বাড়াচ্ছে।’

প্রশ্ন তোলেন, ‘ভ্যাক্সিনের উপর কেন ৫ শতাংশ জিএসটি কেন? ভ্যাক্সিনে জিএসটি বসিয়ে জীবণ-মরণের খেলা চলছে।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen