উদ্ভিদদেহ থেকে মানবদেহে ছত্রাক সংক্রমণ! নজিরবিহীন ঘটনা কলকাতায়

দ্য জার্নাল মেডিক্যাল মাইকোলজি কেস রিপোর্টস-এ এই ঘটনার কথা প্রকাশিত হয়েছে।

April 1, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
। এই ছত্রাকের সংক্রমণঘটিত রোগের নাম সিলভার লিভ ডিজিজ। ছবি সৌজন্যেঃ ইন্ডিয়ান এক্সপ্রেস

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: উদ্ভিদ দেহের ছত্রাক ছড়িয়ে পড়ল মানুষের দেহ, আশ্চর্য হলেও এমনই বিরল ঘটনার সাক্ষী হল কলকাতা। দ্য জার্নাল মেডিক্যাল মাইকোলজি কেস রিপোর্টস-এ এই ঘটনার কথা প্রকাশিত হয়েছে। জানা গিয়েছে, মাশরুম ও অন্যান্য গাছগাছালি নিয়ে নাড়াঘাঁটা করতে গিয়ে ছত্রাক সংক্রমণের কবলে পড়েছিলেন ৬১ বছরের এক ব্যক্তি। সংক্রমণের জেরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি।

শ্বাসকষ্ট, অবসন্নভাব, খিদে কমে যাওয়া, ঢোক গিলতে কষ্টসহ একাধিক সমস্যা দেখা দেয় তাঁর। টানা দু-বছর তাঁকে চিকিৎসাধীন থাকতে হয়েছে, অবশেষে তিনি সুস্থ হয়েছেন। ওই ব্যক্তির চিকিৎসকরা জানাচ্ছেন, আক্রান্তের ঘাড়ে পুঁজ জমেছিল। আক্রান্ত দেহের নমুনা পরীক্ষা করে দেখা গিয়েছে উদ্ভিদ থেকেই ছত্রাক সংক্রমণ ঘটেছিল।এমন ঘটনা এই প্রথম সামনে এল। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে আম জনতার মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। মাইক্রো বায়োলজিস্টরা বলছেন, ওই ছত্রাকটি আগ্রাসী। উদ্ভিদের মধ্যে ছত্রাকটি সংক্রমণ ছড়াত। এই ছত্রাকের সংক্রমণঘটিত রোগের নাম সিলভার লিভ ডিজিজ। মানব দেহে এর সংক্রমণ দেখা যেত না। এই ধরনের ঘটনা প্রথম ঘটল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen