লোকসভায় পাশ G RAM G Bill, ‘কর্মশ্রী’ প্রকল্পের নাম মহাত্মা গান্ধীর নামে নামাঙ্কনের ঘোষণা মমতার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৫০: লোকসভায় চলল হইহট্টগোল। বিরোধীদের স্লোগান-বিক্ষোভের মধ্যেই পাশ হয়ে গেল ‘জিরামজি’ (G RAM G bill) বিল। আজ, বৃহস্পতিবার সকালে গান্ধীজির নাম সরানোর প্রতিবাদ করে সংসদ চত্বরে মিছিল করেন ‘ইন্ডিয়া’ শিবিরের সাংসদরা। অধিবেশন শুরু হলে গান্ধীর ছবি নিয়ে বিক্ষোভ দেখান বিরোধীরা। বিলের কপিও ছিঁড়ে ফেলা হয়। কলকাতায় আয়োজিত শিল্প ও বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে এই বিল নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, “১০০ দিনের কাজের প্রকল্প থেকে গান্ধীর নাম বাদ দেওয়া হল! লজ্জা হচ্ছে, জাতির জনককে ভুলে যাচ্ছি আমরা।”
বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বাংলার ‘কর্মশ্রী’ প্রকল্পের নাম বদলে মহাত্মা গান্ধীর নামে রাখা হচ্ছে। পাল্টা বিজেপি সরকারকে মুখ্যমন্ত্রী বলেন, “আপনারা গান্ধীকে সম্মান না-দিলে আমরা দেব। আমরা সম্মান দিতে জানি।”
এদিন সকালে প্রকল্পের নাম থেকে গান্ধীর নাম মুছে ফেলার প্রতিবাদে সংসদ চত্বরে মিছিল করেন বিরোধী জোটের সাংসদরা। বিল নিয়ে বিতর্কে যোগ দেন কংগ্রেসের প্রিয়ঙ্কা গান্ধী, ডিএমকে-র টিআর বালু, এসপি-র ধর্মেন্দ্র যাদব। প্রকল্পের নাম পরিবর্তন নিয়ে প্রিয়ঙ্কার সঙ্গে রীতিমতো বাগ্যুদ্ধ হয় কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের। কংগ্রেস সহ বিরোধী দলগুলির দাবি, প্রকল্প থেকে গান্ধীর নাম সরিয়ে জাতির জনকের অপমান করা হয়েছে।
বিলের বিরোধিতা করে, বিলটি আলোচনার জন্য সংসদীয় কমিটিতে পাঠানোর দাবি জানান বিরোধীরা। শেষমেশ বিক্ষোভের মধ্যে ধ্বনিভোটে পাশ করানো হয় বিলটি। বৃহস্পতিবারই বিলটি সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় পেশ করানো হতে পারে।