মনরেগা বদলে এবার ‘জি রাম জি’, মোদী সরকারের প্রস্তাবিত বিলে চরম অস্বস্তিতে শরিক দল

December 17, 2025 | 2 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১.০০: ১০০ দিনের কাজের প্রকল্পের নাম ও খোল নলচে বদলে ফেলার প্রস্তুতেই মোদী সরকার (Modi government)। মহাত্মা গান্ধীর নাম সরিয়ে প্রকল্পের নয়া নামকরণে জায়গা করে নিচ্ছে ‘রাম’-এর নাম। কিন্তু এই ‘জি রাম জি’ (G RAM G) বিল নিয়ে শুধু বিরোধীরাই নয়, এবার ক্ষোভের আঁচ খোদ এনডিএ (NDA) জোটের অন্দরেও। নীতীশ কুমারের জেডিইউ (JDU) থেকে চন্দ্রবাবু নাইডুর টিডিপি (TDP)- শরিক দলগুলোর কপালে চিন্তার ভাঁজ ফেলেছে মোদী সরকারের এই নয়া প্রস্তাব।

প্রস্তাবিত বিলে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট বা মনরেগা (MGNREGA)-র নাম পরিবর্তন করে রাখা হচ্ছে ‘বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ)’। সংক্ষেপে যার নাম দাঁড়াচ্ছে ‘VB-G RAM-G’ বা ‘জি রাম জি’। শুধু নাম বদলই নয়, প্রকল্পের একাধিক শর্তেও আমূল পরিবর্তনের প্রস্তাব রাখা হয়েছে। বিলে কাজের দিন ১০০ থেকে বাড়িয়ে ১২৫ করার কথা বলা হলেও, রাজ্যগুলির ঘাড়ে বিপুল আর্থিক বোঝা চাপানোর পরিকল্পনা করা হয়েছে। এতদিন এই প্রকল্পে কেন্দ্র ৯০ শতাংশ এবং রাজ্য ১০ শতাংশ খরচ বহন করত। নতুন বিলে কেন্দ্রের বরাদ্দ কমিয়ে ৬০ শতাংশ এবং রাজ্যের ভাগ বাড়িয়ে ৪০ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে।

তাছাড়া এতদিন রাজ্যের চাহিদা অনুযায়ী প্রকল্পের বরাদ্দ ঠিক হত। নতুন নিয়মে কেন্দ্র ঠিক করবে কোন রাজ্যে কত বরাদ্দ হবে। ফলে কাজের আইনি ‘গ্যারান্টি’ বা নিশ্চয়তা লঘু হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সাধারণ শ্রমিকরা আদৌ কাজ পাবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

আর এখানেই আপত্তি এনডিএ-র দুই প্রধান স্তম্ভ জেডিইউ (JDU) এবং তেলুগু দেশম পার্টির (TDP)। নামের বদল বা ‘রাম’ শব্দ নিয়ে তাঁদের আপত্তি নেই, আপত্তি মূলত রাজ্যের ভাঁড়ারে টান পড়া নিয়ে। নাম প্রকাশে অনিচ্ছুক এক জেডিইউ সাংসদ ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, “বিহার এমনিই আর্থিকভাবে পিছিয়ে পড়া রাজ্য। আমরা কেন্দ্রের কাছে অতিরিক্ত প্যাকেজ দাবি করছিলাম। তার বদলে উল্টে আমাদের উপরই বাড়তি খরচের বোঝা চাপানো হচ্ছে।”

প্রায় একই সুর শোনা গিয়েছে টিডিপির অন্দরেও। অন্ধ্রপ্রদেশের শাসক দলের এক সাংসদের কথায়, “আমরা বিলটির পুরোপুরি বিরোধী নই। কিন্তু রাজ্যের উপর বাড়তি বোঝার বিষয়টা মাথায় রাখতে হবে। আমাদের উপরও অতিরিক্ত চাপ পড়ছে।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen