বাংলার শিল্প মানচিত্রে নতুন পালক, রাজ্যে ৫০০ কোটি বিনিয়োগ করতে চলেছে গেনওয়েল

তৃতীয়বার রাজ্যে ক্ষমতায় ফেরার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্য শিল্পায়ন।

February 8, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি: প্রতীকী

তৃতীয়বার রাজ্যে ক্ষমতায় ফেরার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্য শিল্পায়ন। রাজ্যে নতুন শিল্প স্থাপন এবং শিল্পে বিনিয়োগ আনতে একাধিক শিল্প বান্ধব পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। সেই লক্ষ্যেই আরও নতুন পালক যোগ হল বাংলার শিল্প মানচিত্রে।

সূত্রের খবর, খননকার্যে ব্যবহৃত সরঞ্জামের ও যন্ত্র নির্মাণ শিল্প গড়ে তোলার জন্য এ রাজ্যে ৫০০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে গেনওয়েল ইঞ্জিনিয়ারিং। এই কারখানা গড়তে বাহুজাতিক সংস্থা ক্যাটারপিলারের সঙ্গে যৌথভাবে কাজ করবেন তারা। তাদের দাবি, ভারত ও ভারতের মতো উন্নয়নশীল দেশগুলিতে জ্বালানি এবং শক্তির উৎস হিসেবে এখনও দীর্ঘদিন কয়লাই থেকে যাবে। যার ফলে এ কথা নিঃসন্দেহে বলা যায় যে, আগামীদিনে এই কারখানার গুরুত্ব অনেকাংশে বৃদ্ধি পাবে।

ক্যাটারপিলারের গ্রূপ প্রেসিডেন্ট ডেনিস জনসনের কথায়, বাংলার ঐ কারখানায় প্রস্তুত জিনিস বিশ্ব বাজারে বিকোবে। গেনওয়াল ইঞ্জিনিয়ারিং-এর সিএমডি সুনীল কুমার চতুর্বেদী জানান, আগামী দিনে খনন কার্যে ব্যবহৃত যন্ত্রনাংশ তৈরির ব্যবসায় গুরত্বপূর্ণ অংশীদার হওয়ার লক্ষ্যেই তারা কারখানাটি নির্মাণ করছেন। পানাগড়ের শিল্প তালুকে ৩৫ একর জমিতে কারখানাটি তৈরি হবে বলেই সংস্থার তরফে জানা গিয়েছে। খনন কার্যে ব্যবহৃত গাড়িও এখানে তৈরি হবে বলে জানা যাচ্ছে।

কারখানায় উৎপদন শুরু হলেই ২৫০ জনেরও বেশি দক্ষ শ্রমিকের প্রয়োজন পড়বে, সেই সঙ্গে অন্যান্য ক্ষেত্রেও কর্মসংস্থানের সম্ভাবনা দেখা যাচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen