যোগীরাজ্যে গান্ধীমূর্তি ভাঙচুর

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুলতানপুরে ছেদাওয়াড়ি গ্রামে ওই মূর্তিটি রয়েছে লখনউ-বালিয়া হাইওয়ের ধারে।

September 19, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: উত্তরপ্রদেশে গান্ধী জয়ন্তীর আগে গান্ধী মূর্তিতে হামলা চালাল একদল দুষ্কৃতী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুলতানপুরে ছেদাওয়াড়ি গ্রামে ওই মূর্তিটি রয়েছে লখনউ-বালিয়া হাইওয়ের ধারে। ১৯৯৬ সালে স্থানীয়দের উদ্যোগে মূর্তিটি প্রতিষ্টা করা হয়েছিল। সোমবার রাতে মূর্তিটিতে ভাঙচুর চালায় একদল দুষ্কৃতী। মোতিগড়পুর থানার পুলিশকর্তা তরুণ কুমার প্যাটেল বলেন, “আমরা খুব শিগগির ভাঙচুর যারা চালিয়েছে তাদের গ্রেপ্তার করব। প্রশাসনিক নির্দেশ মতো মূর্তি মেরামতের কাজ শুরু হয়ে যাবে।”

এদিকে স্থানীয়রা জানাচ্ছেন, প্রতি বছর গান্ধী জয়ন্তীর দিন এলাকাবাসী শ্রদ্ধা নিবেদন করতে ওই মূর্তিতে। মূর্তির চারপাশে সৌন্দর্যায়নের কাজও শুরু হওয়ার কথা ছিল, তার আগেই দুষ্কৃতীরা মূর্তিতে হামলা চালানোয় মন খারাপ গ্রামবাসীদের। গান্ধীমূর্তির দেখভালের দায়িত্ব ছিল অমরজিৎ সিং নামের ব্যক্তির উপর। তিনি জানান, চাঁদা তুলে প্রয়োজন মতো পরিষ্কার পরিচ্ছন্ন করা হত। ভাঙচুরের ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি আমরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen