প্রধানমন্ত্রীর রাজ্যে সংকটে জনস্বাস্থ্য : গান্ধীনগরে টাইফয়েডে আক্রান্ত ১০০-র বেশি মানুষ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০.২০: বিজেপি শাসিত ‘ডবল ইঞ্জিন’ সরকারের রাজ্যগুলোতে জনস্বাস্থ্য সংকট বাড়ছেই। ইন্দোরের পরে এবার গুজরাটের রাজধানী গান্ধীনগরে বিষাক্ত জলের কারণে সাধারণ মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সংসদীয় এলাকার গান্ধীনগরে গত পাঁচ দিনে ১০০-এর বেশি টাইফয়েড রোগীর খবর পাওয়া গেছে। শনিবার জানা গেছে, শিশুসহ ১০৪ জন বর্তমানে গান্ধীনগর সিভিল হাসপাতালে চিকিৎসাধীন।
উপ-মুখ্যমন্ত্রী হর্ষ সাংঘভি সিভিল হাসপাতাল পরিদর্শন করেছেন এবং রোগী ও পরিবারের সঙ্গে দেখা করে প্রশাসনকে বিশেষ চিকিৎসা দল গঠনের নির্দেশ দিয়েছেন। ২২ জন ডাক্তারের এই বিশেষ দল রোগীদের চিকিৎসা ও পর্যবেক্ষণ তদারকি করছে। পাশাপাশি হাসপাতালের খাবার ও থাকার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে, এবং কালেক্টর ও মেয়র সরাসরি তদারকি করছেন।
সিভিল হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট ডাঃ মিতা পারিখ জানান, ভর্তি রোগীদের অবস্থা স্থিতিশীল। আক্রান্ত এলাকা থেকে সংগ্রহিত জলের নমুনা বিপজ্জনক হিসেবে চিহ্নিত হয়েছে। গান্ধীনগর পুর কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ এখন এই রোগের উৎস খুঁজে ঘরে ঘরে সমীক্ষা চালাচ্ছে। বাসিন্দাদের জোর দেওয়া হয়েছে জল গরম করে এবং রান্না করা খাবার খাওয়ার।
ইন্দোরের নলবাহিত জলেও সম্প্রতি অন্তত ১০ জনের মৃত্যু ও ২০০-এর বেশি মানুষ হাসপাতালে, যা দেশের অন্যান্য শহরে আতঙ্ক ছড়াচ্ছে। স্থানীয়রা ভয়ভীত হয়ে দামি বোতলজাত জল কিনতে বাধ্য হচ্ছেন।