যোগী রাজ্যে অপহরণের পর ছ’জন মিলে ধর্ষণ, পুলিশি বাধা টপকে DIG-র কাছে সাহায্যের আকুতি নাবালিকার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৫০: ডবল ইঞ্জিন উত্তর প্রদেশের (Uttar Pradesh) বুলন্দশহরে ১৬ বছরের এক নাবালিকার উপর নৃশংস অত্যাচারের অভিযোেগ। মেয়েটির দাবি, তাকে অপহরণ করে দু’দিন আটকে রেখে ছয়জন মিলে ধর্ষণ করে। চারজনকে গ্রেপ্তার করা হলেও বাকি দু’জন এখনও পলাতক। অভিযোগ, এই দুই অভিযুক্ত নিয়মিত হুমকি দিচ্ছে তার পরিবারকে। থানায় একাধিকবার অভিযোগ জানানো সত্ত্বেও কোনও ফল না মেলায় কিশোরী শেষ পর্যন্ত পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (DIG)-এর সামনে গিয়ে সাহায্য চায়।
উত্তর প্রদেশের বুলন্দশহরের খুরজা থানা এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। ১৬ বছর বয়সী এক নাবালিকা ছয়জন কর্তৃক গণধর্ষণের শিকার হওয়ার পর স্থানীয় পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ হয়ে সরাসরি পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (DIG)-এর কাছে নিজের অভিযোগ নিয়ে হাজির হয়। সুবিচার চাইতে দ্বারে দ্বারে ঘুরেও প্রতিকার না মেলায়, পুলিশের বাধা টপকে পুলিশকর্তাকে সামনে পেয়ে আর কোনো দ্বিধা করেনি এই নির্যাতিতা। নিজের উপর হওয়া পাশবিক অত্যাচারের বিবরণ তুলে ধরে সে অবিলম্বে বিহিত চেয়েছে, যার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। (ভিডিওর সত্যতা যাচাই করে নি দৃষ্টিভঙ্গি)
A gang-rape survivor in #UttarPradesh’s #Bulandshahr defied attempts by police to stop her and personally met the Deputy Inspector General (DIG) of Police, urging strict action against her rapists. pic.twitter.com/MnWoFqOEdX
— Hate Detector 🔍 (@HateDetectors) November 14, 2025
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কিশোরীটি DIG-র কাছে পৌঁছানোর আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু স্থানীয় পুলিশকর্মীরা তাকে বারবার বাধা দিচ্ছেন এবং টেনেহিঁচড়ে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। রীতিমতো তাড়া খেয়ে ছুটতে থাকা এই কিশোরী অবশেষে DIG যখন গাড়িতে করে থানা থেকে বেরোচ্ছিলেন, সেই সময় পুলিশের ব্যারিকেড ঠেলে তাঁর গাড়ির সামনে গিয়ে দাঁড়ায়।
এরপর DIG কালানিধি নৈথানী গাড়ি থেকে নেমে আসেন এবং মেয়েটির অভিযোগ শোনেন। কিশোরী জানায়, তাকে দু’দিন ধরে আটকে রেখে ছয়জন মিলে গণধর্ষণ করে। অভিযুক্তদের মধ্যে চারজনকে জেলে পাঠানো হলেও, বাকি দুইজন এখনও বাইরে ঘুরে বেড়াচ্ছে এবং লাগাতার তাদের পরিবারকে হুমকি দিচ্ছে। এমনকি তার ভাইকেও তাড়া করে মারধর করা হয়েছে। পুলিশের কাছে বারবার অভিযোগ জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করে নির্যাতিতা।
গাফিলতির অভিযোগে SHO বদলি
ঘটনার গুরুত্ব অনুধাবন করে DIG কালানিধি নৈথানী তৎক্ষণাৎ বিষয়টি তদন্তের নির্দেশ দেন। একই সাথে, কর্তব্যে গাফিলতির অভিযোগে খুরজা থানার (Khurja Police Station) ভারপ্রাপ্ত আধিকারিক SHO পঙ্কজ রাইকে তিনি বদলি করেন এবং বাকি দুই অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন।
জানা গিয়েছে, গত ৩ জুন বাড়ির কাছ থেকে অপহরণ করে স্থানীয় কিছু যুবক মেয়েটিকে নির্জন স্থানে নিয়ে যায় এবং সেখানে তার উপর পাশবিক নির্যাতন চালায়। অত্যাচারের মুহূর্ত ক্যামেরাবন্দি করা হয় ও খুনের হুমকি দেওয়া হয়। ৫ জুন তাকে ছেড়ে দেওয়া হলেও, হুমকি-হুঁশিয়ারি চলতে থাকে। এই ঘটনায় গত ১০ জুন খুরজা থানায় অপহরণ, গণধর্ষণ (Gang rape), হামলা ও ভয় দেখানোর অভিযোগে মামলা দায়ের হয়। পুলিশ চারজনকে গ্রেপ্তার করলেও দুই অভিযুক্ত এখনও নাগালের বাইরে রয়েছে। যদিও বুলন্দশহরের SP দীনেশকুমার সিংয়ের (Dinesh Kumar Singh) দাবি, কিশোরীকে আটকানো হচ্ছিল না, বরং নিরাপত্তার স্বার্থে তাকে নিয়ন্ত্রণ করা হচ্ছিল।