Gangasagar Mela 2026: মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে জানুয়ারির প্রথম সপ্তাহে সাগর সফরে মুখ্যমন্ত্রী

December 23, 2025 | < 1 min read

Authored By:

Ritam Ritam
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:২৫: আসন্ন গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে সাগরদ্বীপে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। চলতি মাসের ১৫ তারিখ নবান্নে সাগর মেলা নিয়েএক উচ্চপর্যায়ের বৈঠক করেন মমতা। গঙ্গাসাগর মেলায় সব রকম ভিআইপি সংস্কৃতি বন্ধের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ভিড় নিয়ন্ত্রণে আগাম সতর্কতা অবলম্বন করছে রাজ্য। খবর মিলেছে, নিরাপত্তা, স্বাস্থ্য পরিষেবা, পানীয় জল, বিদ্যুৎ, সাফাই, যাতায়াত ও অস্থায়ী আবাসনের ব্যবস্থা নিয়ে প্রশাসন বিস্তারিত রিপোর্ট পেশ করবে মুখ্যমন্ত্রীর কাছে।

সূত্রের খবর, আগামী ৫ জানুয়ারি সাগরে পৌঁছবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে প্রস্তুতি বৈঠক সারবেন তিনি। পাশাপাশি একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার পরিকল্পনা রয়েছে তাঁর। কপিল মুনির আশ্রমে পুজো দিতে পারেন তিনি। ৬ জানুয়ারি কলকাতায় ফেরার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। এ বছর গঙ্গাসাগর মেলায় কোনও ‘ভিআইপি সংস্কৃতি’ চলবে না, এমন নির্দেশ দিয়েছিলেন মমতা। সেই নির্দেশ কার্যকর হচ্ছে কি-না, মেলার প্রস্তুতি কেমন, তা খতিয়ে দেখতে যাচ্ছেন তিনি।

উল্লেখ্য, নবান্নে মেলার প্রস্তুতি বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছিলেন, পুণ্যার্থীদের অসুবিধা হয়, এমন কোনও ব্যবস্থা বরদাস্ত করা হবে না। ভিআইপি পাস, আলাদা রাস্তা বা বিশেষ সুযোগের বদলে সকলের জন্য সমান পরিষেবা নিশ্চিত করার উপর জোর দেন তিনি। পুণ্যার্থীদের সুবিধার্থে মন্দিরচত্বর ও সংলগ্ন এলাকার ব্যবস্থাপনা, ভিড় নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা ব্যবস্থাও তিনি খতিয়ে দেখবেন।

মুখ্যমন্ত্রীর সফর কার্যত মেলার ‘ফাইনাল রিভিউ’।

উল্লেখ্য, এবার পৌষ সংক্রান্তির পুণ্যস্নান হবে ১৪ জানুয়ারি। তবে মেলা শুরু হবে ১০ জানুয়ারি, চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত। লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম হবে বলে মনে করা হচ্ছে। সুষ্ঠু ও নিরাপদভাবে মেলা পরিচালনার জন্য নজরদারি চালাচ্ছেন খোদ মুখ্যমন্ত্রী।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen