BJP শাসিত মধ্যপ্রদেশ দলিত মহিলাকে আটকে রেখে গণধর্ষণ
নির্যাতিতা ও তাঁর পুরুষসঙ্গী চুরহাটের জঙ্গলে ফটো তোলার জন্য গিয়েছিলেন। তখনই পাঁচ জনের একটি দল ওই মহিলা ও তাঁর সঙ্গীকে ধরে নিয়ে যায়।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:০১: ডবল ইঞ্জিন রাজ্য মধ্যপ্রদেশে ফের দলিত মহিলা যৌন নির্যাতনের শিকার হলেন। মধ্যপ্রদেশের সিধি জেলায় নারকীয় এই ঘটনা ঘটেছে। অভিযোগ, দলিত মহিলাকে আটকে রেখে গণধর্ষণ করা হয়। ঘটনার কথা কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
জানা যাচ্ছে, নির্যাতিতা ও তাঁর পুরুষসঙ্গী চুরহাটের জঙ্গলে ফটো তোলার জন্য গিয়েছিলেন। তখনই পাঁচ জনের একটি দল ওই মহিলা ও তাঁর সঙ্গীকে ধরে নিয়ে যায়। সঙ্গী যুবককে বেঁধে রেখে তাঁর সামনেই তিন যুবক মহিলাকে গণধর্ষণ করে। মহিলা দুষ্কৃতীদের পা ধরে ছেড়ে দেওয়ার আর্তি জানিয়েছিলেন। তাতে কোনও কাজ হয়নি। অভিযুক্তরা হুমকি দেন, ঘটনার কথা কাউকে জানালে দু’জনকেই খুন করা হবে।
নির্যাতিতা ও তাঁর সঙ্গী কোনওক্রমে গ্রামে ফিরে এসে ঘটনার কথা জানান। স্থানীয়রাই নির্যাতিতাকে স্থানীয় প্রশাসনের কাছে নিয়ে যান। পুলিশ তল্লাশি চালায়। যদিও অভিযুক্তদের খোঁজ মেলেনি। তদন্তকারীদের দাবি, এলাকা থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। সিসি ক্যামেরা না-থাকায় অভিযুক্তদের হদিশ পেতে সমস্যা হচ্ছে। সন্দেহভাজন হিসাবে কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। মূল অভিযুক্তদের খোঁজ মেলেনি।