খোদ স্বরাষ্ট্রমন্ত্রীর ডেপুটি নিশীথের গড়ে গাঁজার স্বর্গরাজ্য?

গোপন সূত্রে খবর পেয়ে নতুন বছরের প্রথম দিনে সেখানে হানা দিয়েছিল পুলিশ। বিপুল পরিমাণ গাঁজা গাছ নষ্ট করে পুলিশ।

January 2, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: জমে উঠেছিল গাঁজার কারবার, তাও খোদ দেশের স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রীর বাড়ির নাগালের মধ্যে। ৩০ বিঘা জমিতে চলছিল গাঁজার চাষ। স্বয়ং অমিত শাহের ডেপুটি নিশীথ প্রামাণিকের বাড়ির একেবারে কাছে, কোচবিহারের দিনহাটার রুইয়েরকুঠিতে তৈরি হয়েছিল গাঁজার স্বর্গরাজ্য। গাঁজা চাষের এলাকা দিনে দিনে বাড়ছিল। গোপন সূত্রে খবর পেয়ে নতুন বছরের প্রথম দিনে সেখানে হানা দিয়েছিল পুলিশ। বিপুল পরিমাণ গাঁজা গাছ নষ্ট করে পুলিশ। ঘোষপাড়া কামদেবের পাট, উত্তর পাড়া-সহ একাধিক জায়গায় চাষ হওয়া গাঁজা গাছ কেটে সাফ করে দিয়েছেন পুলিশ কর্মীরা। দিনহাটার এসডিপিও ত্রিদিব সরকারের নেতৃত্বে এই অভিযানে হাজির ছিলেন কোচবিহার জেলা অতিরিক্ত পুলিশ সুপার নাগরাজ, দিনহাটা থানার আইসি সুরজ থাপা।

বিজেপি পরিচালিত ভেটাগুড়ি-১ পঞ্চায়েতের মধ্যে রুইয়েরকুঠি অবস্থিত। এটি মোদী সরকারের স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিকের এলাকা। সেখানে কী করে দেদার গাঁজা চাষ হচ্ছে? প্রশ্ন তুলছেন এলাকার সাধারণ মানুষ। কোচবিহার জেলা পুলিশ সূত্রে খবর, দিনহাটার ভেটাগুড়ি-১ পঞ্চায়েতের রুইয়েরকুঠি এলাকায় প্রচুর পরিমাণ গাঁজা গাছ নষ্ট করা হয়েছে। কারা তা চাষ করছিল, কার মদতে তা হচ্ছিল, তা জানতে খোঁজখবর চালাচ্ছে পুলিশ। ভেটাগুড়ির মানুষ পুলিশের অভিযানে অত্যন্ত খুশি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen