গার্ডেনরিচের যুদ্ধজাহাজ কারখানা সম্পূর্ণ বেসরকারিকরণের উদ্যোগ কেন্দ্রের

মন্ত্রকের কর্তাদের ধারণা, মার্চের মধ্যে এই যুদ্ধজাহাজ নির্মাণকারী সংস্থাটির বিলগ্নীকরণ করা সম্ভব হবে।

December 15, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

প্রথম মোদী সরকারের আমলেই করা হয়েছিল পরিকল্পনা। অবশেষে দ্বিতীয় বারের জন্য ক্ষমতায় ফিরেই পুরোদমে শুরু হয়ে গিয়েছিল কাজ। যার ফলস্বরূপ চলছে একের পর এক রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণ। এবার কলকাতার গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সে (Garden Reach Shipbuilders & Engineers) কেন্দ্রীয় সরকারের হাতে থাকা অংশীদারির ১০ শতাংশ চলতি অর্থবর্ষেই বেচে দেওয়া হবে।

সোমবারই কলকাতায় গার্ডেনরিচ শিপবিল্ডার্সের তৈরি যুদ্ধজাহাজ উদ্বোধনে চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত দেশের শত্রুদের হুঁশিয়ারি দিয়েছেন। যে সংস্থার কাজ নৌসেনা ও উপকূল রক্ষী বাহিনীর জন্য যুদ্ধজাহাজ ও অন্যান্য জলযান তৈরি করা। প্রতিরক্ষা মন্ত্রকের প্রশাসনিক আওতায় থাকা গার্ডেনরিচের ৭৪.৫ শতাংশ মালিকানা এখন সরকারের ঝুলিতে। বর্তমান বাজারদরে তার ১০ শতাংশ বেচে কেন্দ্রের ঘরে প্রায় ২৩০ কোটি টাকা আসবে বলে আশা অর্থ মন্ত্রকের। মন্ত্রকের কর্তাদের ধারণা, মার্চের মধ্যে এই যুদ্ধজাহাজ নির্মাণকারী সংস্থাটির বিলগ্নীকরণ করা সম্ভব হবে।

প্রসঙ্গত, ২০১৮-১৯ সালে মোদী সরকারের (Modi Government) প্রথম দফায় শুরু হয় গার্ডেনরিচ শিপবিল্ডার্সের বিলগ্নীকরণ। ওই বছর ২৫.৫ শতাংশ মালিকানা বেচেছিল কেন্দ্র। মন্ত্রকের কর্তারা মনে করছেন, প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে এখন সরাসরি ৭৪ শতাংশ পর্যন্ত বিদেশি লগ্নীর দরজা খোলা হয়েছে। ফলে গার্ডেনরিচ বিলগ্নীকরণে সুবিধা হবে। আগেই এলারা ক্যাপিটালস ও ইয়েস সিকিউরিটিজকে অর্থ মন্ত্রক এই বিলগ্নীকরণের জন্য নিযুক্ত করেছিল। সংস্থা দু’টি মার্চেন্ট ব্যাঙ্কার ও ব্রোকার হিসেবে কাজ করবে। উল্লেখ্য, ১৯৩৪ সালে কলকাতায় তৈরি গার্ডেনরিচ সংস্থাটি ১৯৬০ সালে ম্যাকনেল অ্যান্ড ব্যারি-র থেকে কিনে নিয়েছিল কেন্দ্র।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen