এক্স হ্যান্ডেলে ‘সত্যমেব জয়তে’ লিখলেন গৌতম আদানি! কেন?

গত বছরের জানুয়ারিতে আদানি গ্রুপের বিরুদ্ধে কারচুপির অভিযোগ করেছিল হিন্ডেনবার্গ রিসার্চ।

January 3, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: হিন্ডেনবার্গ মামলায় ‘ক্লিন চিট’ পেলেন গৌতম আদানি। হিন্ডেনবার্গ মামলায় বুধবার সর্বোচ্চ আদালত জানিয়েছে, ‘SEBI থেকে SIT-তে এই মামলা স্থানান্তর করার কোনও ভিত্তি নেই।’ মামলার কেস তিন মাসের মধ্যে সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পারদিওয়ালা এবং মনোজ মিশ্রের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় ঘোষণা করেছে। রায়ে উল্লেখ করা হয়েছে, OCCPR রিপোর্টের ওপর নির্ভরতা ঠিক নয়।

উল্লেখ্য, গত বছরের জানুয়ারিতে আদানি গ্রুপের বিরুদ্ধে কারচুপির অভিযোগ করেছিল হিন্ডেনবার্গ রিসার্চ। তারপরই সুপ্রিম কোর্টের নজরদারিতে সেবির তদন্ত আরম্ভ হয়। সুপ্রিম কোর্টের আজকের রায়ের পর আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি এক্স হ্যান্ডেলে লেখেন- ”সুপ্রিম কোর্টের রায় প্রমাণ করে যে সত্যের জয় হয়েছে। সত্যমেব জয়তে।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen