Gautam Adani: গৌতম আদানির সঙ্গে নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে কী আলোচনা হল?

২০২২ সালে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে (Bengal Global Business Summit) আদানি গ্রুপ রাজ্যে ১০,০০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছিল

August 4, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০.৫৫: আদানি গ্রুপের (Adani Group) চেয়ারম্যান গৌতম আদানি সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে (Nabanna) একান্ত বৈঠক করেছেন। সরকারি সূত্রে জানা গিয়েছে, এই বৈঠকটি প্রায় এক ঘণ্টা ধরে চলে এবং এতে রাজ্যে বিভিন্ন বিনিয়োগ (investment) সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে। তবে বৈঠকের সুনির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কে আদানি গ্রুপ বা রাজ্য সরকার কেউই কোনো বিস্তারিত বিবৃতি দেয়নি।

এই বৈঠকটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ সম্প্রতি রাজ্য সরকার তাজপুর ডিপ সি পোর্ট (Tajpur Deep Sea Port) প্রকল্পের জন্য আদানি গ্রুপের সঙ্গে চার বছরের পুরনো অংশীদারিত্ব (partnership) বাতিল করে নতুন টেন্ডার (tender) প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে। ২৫,০০০ কোটি টাকার এই মেগা প্রকল্পটি পূর্ব ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ পরিকাঠামো হবে, যা রাজ্যের বাণিজ্য ও লজিস্টিকস খাতে গেম-চেঞ্জার হতে পারে।

গৌতম আদানি সোমবার বিকেল ৫টার দিকে নবান্নে পৌঁছন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায় এক ঘণ্টা আলোচনা করেন। এটি আদানির দ্বিতীয়বার নবান্নে আসা – এর আগে তিনি ২০২১ সালের ডিসেম্বরে এখানে এসেছিলেন। ২০২২ সালে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে (Bengal Global Business Summit) আদানি গ্রুপ রাজ্যে ১০,০০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছিল।

উল্লেখ্য বিষয়, এই বৈঠকের কয়েক দিন আগেই মুখ্যমন্ত্রী টাটা সন্সের (Tata Sons) চেয়ারম্যান এন. চন্দ্রশেখরনের সঙ্গে সচিবালয়ে বৈঠক করেছিলেন। এই সাক্ষাতগুলো রাজ্যে হতে চলা বড় বিনিয়োগের সংকেত বলে মনে করা হচ্ছে।

তাজপুর ডিপ সি পোর্ট প্রকল্পটি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে, এবং আদানির সঙ্গে বৈঠক এই প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে নতুন জল্পনা (speculations) সৃষ্টি করেছে। ব্যবসায়িক মহল ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজ্য সরকার শিল্পপতিদের (industrialists) সঙ্গে সম্পর্ক ভালো করে বিনিয়োগের পরিবেশ উন্নয়নে অগ্রণী ভূমিকা নিচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen