বিগত ৪ বছরে সবচেয়ে বেহাল দশায় GDP
কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান বিভাগ তাদের এর আগের পূর্বাভাসে জানায়, ২০২৪-২৫ অর্থবর্ষে সার্বিকভাবে ভারতের জিডিপি বৃদ্ধির হার হতে পারে ৬.৪ শতাংশ।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে দেশের অর্থনৈতিক পরিস্থিতি যা ছিল, তার চেয়ে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। প্রসঙ্গত, সরকারিভাবে তৃতীয় ত্রৈমাসিকের আর্থিক বৃদ্ধির পূর্বাভাস দেওয়ার কথা ২৮ ফেব্রুয়ারি।
কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান বিভাগ তাদের এর আগের পূর্বাভাসে জানায়, ২০২৪-২৫ অর্থবর্ষে সার্বিকভাবে ভারতের জিডিপি বৃদ্ধির হার হতে পারে ৬.৪ শতাংশ। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার (আরবিআই) পূর্বাভাস ছিল, জিডিপি বৃদ্ধির হার হতে পারে ৬.৬ শতাংশ। অর্থাৎ সরকার তার পূর্বাভাসে আরবিআইয়ের চেয়ে এই হার আরও ২০ বেসিস পয়েন্ট কমিয়েছে। প্রসঙ্গত, এত কম জিডিপি বৃদ্ধির হার গত চার বছরে হয়নি। ২০২৩-২৪ অর্থবর্ষে এই হার ছিল ৮.২ শতাংশ।
এসবিআই এর আগে তাদের এক রিপোর্টে দাবি করেছিল যে, চলতি অর্থবর্ষ শেষে দেশের জিডিপি বৃদ্ধির হার আরও ১০ বেসিস পয়েন্ট কমে গিয়ে হতে পারে ৬.৩ শতাংশ। তৃতীয় মাসিকের পূর্বাভাস দেওয়ার সময়ও তারা সারা বছরের পূর্বাভাসের পরিবর্তন করেনি, তা ৬.৩ শতাংশই রাখা হয়েছে। এসবিআই জানিয়েছে, চলতি ত্রৈমাসিক, অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে জিডিপি বৃদ্ধি পেতে পারে ৬.৫ শতাংশ হারে। তাদের দাবি, দেশের অর্থনীতি নিয়ন্ত্রণকারী মূল ক্ষেত্রগুলি বিশ্লেষণ করে দেখা গিয়েছে, দ্বিতীয়ের তুলনায় তৃতীয় ত্রৈমাসিকে দেশের পরিস্থিতি ভালো হয়েছে। এই ব্যাপারে একটি সূচক ব্যবহার করেছে তারা। প্রথম ত্রৈমাসিকে সেই সূচক ছিল ৭৮। দ্বিতীয় ত্রৈমাসিকে তা নেমে ৭১-এ পৌঁছয়। তৃতীয় ত্রৈমাসিকে তা ৭৫ হয়েছে, জানিয়েছে এসবিআই। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের আর্থিক বৃদ্ধির উপর আন্তর্জাতিক পরিস্থিতির বিরূপ প্রভাব পড়েছে।