বড়লোকের বিটিলো – বাংলার অপমান নিয়ে সরব নেটদুনিয়া

এবার বাংলা গানে, বাংলা পোশাকে বাঙালির মন কাড়তে হাজির শ্রীলঙ্কার সুন্দরি। বলিউডের জনপ্রিয় গায়ক তথা র‍্যাপার বাদশার নতুন মিউজিক ভিডিও ‘গেন্দা ফুল’ এ নাচলেন জ্যাকলিন ফার্নান্ডেজ। পরনে বাঙালি লাল পাড় সাদা শাড়ি। কপালে লাল টিপ। জ্যাকলিনের সাথে এই ভিডিওতে রয়েছে নবাগতা স্নেহা শেট্টি।

March 28, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

এবার বাংলা গানে, বাংলা পোশাকে বাঙালির মন কাড়তে হাজির শ্রীলঙ্কার সুন্দরি। বলিউডের জনপ্রিয় গায়ক তথা র‍্যাপার বাদশার নতুন মিউজিক ভিডিও ‘গেন্দা ফুল’ এ নাচলেন জ্যাকলিন ফার্নান্ডেজ। পরনে বাঙালি লাল পাড় সাদা শাড়ি। কপালে লাল টিপ। জ্যাকলিনের সাথে এই ভিডিওতে রয়েছে নবাগতা স্নেহা শেট্টি।

২৬ শে মার্চ গানটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেতেই বেশ জনপ্রিয়তা পেয়েছে। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় ‘বড়লোকের বিটিলো’ গানটি। করন জোহার নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন এই ভিডিওটি।

অবশ্য এর পাশাপাশি ‘বড়লোকের বিটিলো’ গানের কপিরাইট নিয়ে সরব হয়েছেন অনেকেই। টুইটারে বেশ কিছু ইউজার অভিযোগ করছেন কেন বাদশা এই গানের মূল স্রষ্টা রতন কাহারকে ক্রেডিট দেননি। অনেকে আবার বাংলা সংস্কৃতির অপমান নিয়ে সরব হয়েছেন। 

জনৈক টুইটার ব্যবহারকারী সৈকত বলের দাবি উনি রতনবাবুর সাথে কথা বলেছেন এবং উনি এই গানটি দেখে খুশি হয়েছেন 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen