ডোমজুড়ে ভোটার তালিকায় ‘ভূতুড়ে’ কাণ্ড! ১টি বুথেই ৯৯৯ জন ‘প্রবাসী ভারতীয়’, ভুল স্বীকার কমিশনের
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:২৫: SIR কাজ চলাকালীনই বড়সড় বিভ্রান্তির সৃষ্টি হল হাওড়ার (Howrah) ডোমজুড়ে। একটি নির্দিষ্ট বুথে মোট ১২৭০ জন ভোটারের মধ্যে ৯৯৯ জনকেই ‘প্রবাসী ভারতীয়’ হিসেবে উল্লেখ করা হয়েছে খসড়া তালিকায়! এই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে প্রশাসনিক মহল থেকে শুরু করে স্থানীয় রাজনৈতিক মহলে। যদিও জেলা নির্বাচনী আধিকারিক একে ‘মুদ্রণজনিত ভুল’ বা যান্ত্রিক ত্রুটি হিসেবে স্বীকার করে নিয়েছেন।
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে ডোমজুড়ের নিবড়া এলাকার একটি সংখ্যালঘু অধ্যুষিত বুথে। নির্বাচন কমিশনের (Election Commission) নিয়ম অনুযায়ী, বর্তমানে রাজ্য জুড়ে ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে। ‘ম্যাপিং’-এর বাইরে থাকা ভোটারদের শুনানিকেন্দ্রে ডেকে নথিপত্র যাচাই করা হচ্ছে। এরই মধ্যে ওই নির্দিষ্ট বুথের খসড়া তালিকা হাতে আসতেই স্থানীয় বাসিন্দাদের চক্ষু চড়কগাছ। তালিকার প্রথম পাতা বা ‘টপ শিট’-এ, যেখানে বুথ ও ভোটকেন্দ্রের প্রাথমিক তথ্য থাকে, সেখানে লেখা রয়েছে- ‘৯৯৯ প্রবাসী ভারতীয়’।
স্বাভাবিকভাবেই এই তথ্য দেখে স্থানীয় ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়ায়। প্রশ্ন ওঠে, স্থানীয় বাসিন্দারা হঠাৎ কী করে প্রবাসী ভারতীয় হয়ে গেলেন? তবে ভালো করে খতিয়ে দেখার পর জানা যায়, গোলমালটি কেবল তালিকার উপরের পাতাতেই হয়েছে। ভিতরে ভোটারদের নাম, ঠিকানা বা অন্যান্য তথ্যে কোনও গরমিল নেই। কিন্তু সরকারি নথির মলাটে এমন ভুল তথ্যে বিভ্রান্তি চরমে ওঠে।
এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। স্থানীয় তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষ এই ঘটনার জন্য সরাসরি নির্বাচন কমিশন এবং বিজেপিকে (BJP) দায়ী করেছেন। তিনি বলেন, “উদ্দেশ্যপ্রণোদিতভাবে মানুষকে বিভ্রান্ত করতেই এই কাজ করা হচ্ছে।”
বিতর্ক দানা বাঁধতেই আসরে নামে জেলা প্রশাসন। জেলার মুখ্য নির্বাচনী আধিকারিক পি দীপাপ্রিয়া ভুল স্বীকার করে নিয়ে আশ্বস্ত করেছেন। তিনি বলেন, “খসড়া তালিকার প্রথম পাতায় (টপ শিট) একটা ভুল হয়েছে। তবে তালিকার ভিতরে সব নাম ঠিক রয়েছে। কীভাবে এটা হল, তা খতিয়ে দেখা হচ্ছে। চূড়ান্ত তালিকায় এই ভুল সংশোধন করে দেওয়া হবে। এ নিয়ে সাধারণ মানুষের আতঙ্কের কোনও কারণ নেই।”