ভোট কিনতে ভেট! সামাজিক মাধ্যমে ফাঁস বিজেপির কীর্তি

বিরোধীরা বার বার প্রতিবাদ করা সত্ত্বেও বিজেপির ভোটকে প্রভাবিত করতে ভেট দেওয়ার ‘সিলসিলা’ অব্যহত।

April 9, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

বিজেপির ভোটের ভেট এখন হয়ে উঠেছে চর্চার বিষয়। বিরোধীরা দাবি করছেন ভেট দিয়েই ভোট পেতে চাইছে বিজেপি। সে টাকাই হোক বা অন্য কোন উপঢৌকন।

কিছুদিন আগেই ক্যাশ কুপন(Cash Coupon) কাণ্ডে অস্বস্তিতে পড়তে হয়েছিল বিজেপিকে(BJP)। সেই রেশ কাটতে না কাটতেই এবার সামনে চলে এল বাড়ি বাড়ি গিয়ে উপহার(Gift) দেওয়ার ভিডিও।

সম্প্রতি এক মহিলার ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে তিনি দেখিয়েছেন তার বাড়িতে বিজেপির তরফ থেকে কী কী উপহার এসেছে। পদ্ম মার্কা ছাতা, মোদীর ভয়েস রেকর্ডার দেওয়া পুস্তিকা ছাড়াও বেশ কিছু দামি উপহার।

বিরোধীরা বার বার প্রতিবাদ করা সত্ত্বেও বিজেপির ভোটকে প্রভাবিত করতে ভেট দেওয়ার ‘সিলসিলা’ অব্যহত। এখন প্রশ্ন উঠছে এতো কিছুর পরেও কেন চুপ নির্বাচন কমিশন (ECI)? বিজেপির এই বেপরোয়া ব্যবহারের দায় কী তাদের ওপরেও বর্তায় না! প্রশ্ন থেকেই যাচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen