টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ব্রাত্য, হতাশা ভুলে ঘরোয়া ক্রিকেটে ফিরছেন গিল
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:২৭: ভারতীয় ঘরোয়া ক্রিকেটে ফের আলোচনায় পঞ্জাব শিবির। আসন্ন Vijay Hazare Trophy 2025-26 -এ অংশ নিতে প্রস্তুত পঞ্জাব দলে ফিরছেন শুভমন গিল। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর ভারতীয় দলে জায়গা না পাওয়ায় খানিকটা হতাশ থাকলেও, সেই হতাশা কাটিয়ে ঘরোয়া ক্রিকেটেই কামব্যাক করছেন ভারতের টেষ্ট ও একদিনের দলের অধিনায়ক।
১৮ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে পঞ্জাব ক্রিকেট এসোসিয়েশন। যদিও এখনও অধিনায়কের নাম জানানো হয়নি, দলে রয়েছেন একাধিক তারকা ক্রিকেটার। ভারতের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক গিলের পাশাপাশি আছেন বিধ্বংসী ওপেনার অভিষেক শর্মা এবং তারকা পেসার অর্শদীপ সিং। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেললেও, বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন শুধু অভিষেক ও অর্শদীপ।
দলে আইপিএল-এ নজরকাড়া পারফরম্যান্স করা Prabhsimran, Naman Dhir, Anmolpreet Singh, Ramandeep Singh ও Harpreet Brar-এর মতো ক্রিকেটাররা ব্যাটিং ও অলরাউন্ড শক্তি বাড়িয়েছেন। বোলিং আক্রমণের নেতৃত্বে থাকবেন গুরনূর ব্রার ও কৃষ ভগত।
তবে গিল, অভিষেক ও অর্শদীপ—এই তিনজন কত ম্যাচে পঞ্জাবের হয়ে খেলতে পারবেন, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। কারণ ১১ জানুয়ারি থেকে ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজ এবং ২১ জানুয়ারি থেকে টি-টোয়েন্টি সিরিজ শুরু। গিল থাকবেন ওয়ানডে দলে, অন্যদিকে অভিষেক ও অর্শদীপ টি-টোয়েন্টি সিরিজে ব্যস্ত থাকবেন।
গ্রুপ পর্যায়ে পঞ্জাবের প্রতিপক্ষ ছত্তীসগঢ়, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, সিকিম, গোয়া ও মুম্বই। ২৪ ডিসেম্বর মহারাষ্ট্রের বিরুদ্ধে অভিযান শুরু করবে দল। সব ম্যাচই হবে জয়পুরে। গত মরশুমে কোয়ার্টার ফাইনালে বিদায় নেওয়ার পর, এবার ট্রফি জয়ের লক্ষ্যে অনেক বেশি আত্মবিশ্বাসী পাঞ্জাব।