মধ্যপ্রদেশে প্রকাশ্য রাস্তায় তরুণীকে যৌন হেনস্থা একদল তরুণের! স্যোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

প্রকাশ্য রাস্তায় এক তরুণীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল একদল তরুণের বিরুদ্ধে

March 13, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

প্রকাশ্য রাস্তায় এক তরুণীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল একদল তরুণের বিরুদ্ধে। নেটমাধ্যমে এই হেনস্থার ভিডিয়ো ছড়িয়ে পড়তেই দ্রুত তা ভাইরাল হয়। আলিরাজপুর জেলার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ভিডিয়োটি কয়েকদিন আগের তোলা। আলিরাজপুরে জেলার বলপুর গ্রামের বিখ্যাত আদিবাসী উৎসব ভাগোরিয়া চলার সময় এই হেনস্থার ঘটনা হয়।

ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, রাস্তা দিয়ে ওই তরুণদের যেতে দেখে মেয়েটি গাড়ির পাশে নিজেকে লোকানোর চেষ্টা করে। প্রথমে একজন টেনে ধরে তাঁকে যৌন হেনস্থা করে। পরে একদল আরও একদল তরুণ তাঁকে হেনস্থা করতে শুরু করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ভিডিয়োটি কয়েকদিন আগের তোলা। আলিরাজপুরে জেলার বলপুর গ্রামের বিখ্যাত আদিবাসী উৎসব ভাগোরিয়া চলার সময় এই হেনস্থার ঘটনা হয়।

ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, রাস্তা দিয়ে ওই তরুণদের যেতে দেখে মেয়েটি গাড়ির পাশে নিজেকে লোকানোর চেষ্টা করে। প্রথমে একজন টেনে ধরে তাঁকে যৌন হেনস্থা করে। পরে একদল আরও একদল তরুণ তাঁকে হেনস্থা করতে শুরু করে।

পুলিশ জানিয়েছে, পাশ্ববর্তী ধর জেলায় মেয়েটি যে গ্রামে থাকে সেই একই গ্রামে ওই তরুণরা থাকে। আলিরাজপুর জেলার পুলিশ সুপার মনোজ সিংহ জানিয়েছেন, পুলিশ স্বতঃপ্রণোদিত অভিযোগ দায়ের করে একটি মামলা শুরু করেছে। তিনি বলেন, ‘‘আমরা অভিযুক্তদের চিহ্নিত করতে পেরেছি। আমরা দ্রুত তাদের গ্রেফতার করব।’’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen