‘অফিশিয়াল ফুটেজ দিন, প্রমাণ হলে ব্যবস্থা,’ সংসদে ই-সিগারেট বিতর্কে কড়া বার্তা অভিষেকের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০.৪০: সংসদের অধিবেশন কক্ষে বসে ই-সিগারেট খাওয়ার অভিযোগ ঘিরে তোলপাড় জাতীয় রাজনীতি। বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুরের (Anurag Thakur) অভিযোগ এবং পরবর্তীতে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওকে কেন্দ্র করে কাঠগড়ায় তৃণমূল সাংসদ কীর্তি আজাদ (Kirti Azad)। এই পরিস্থিতিতে দলের অবস্থান স্পষ্ট করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সাফ জানিয়ে দিলেন, অস্পষ্ট ভিডিও বা জল্পনার ভিত্তিতে নয়, সংসদের অফিশিয়াল ফুটেজে অভিযোগ প্রমাণিত হলে তবেই ওই সাংসদের বিরুদ্ধে দলীয় স্তরে পদক্ষেপ করা হবে।
ঘটনার সূত্রপাত কদিন আগেই। লোকসভায় দাঁড়িয়ে নাম না করে বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর (Anurag Thakur) অভিযোগ করেছিলেন, বিরোধী বেঞ্চের এক সাংসদকে অধিবেশন চলাকালীন ই-সিগারেট বা ভেপ (Vape) খেতে দেখা গিয়েছে। বুধবার সেই বিতর্ক নতুন মোড় নেয় যখন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য ‘এক্স’ হ্যান্ডেলে একটি ভিডিও প্রকাশ করেন। বিজেপির দাবি, ওই ভিডিওতে কীর্তি আজাদকেই ধূমপান করতে দেখা যাচ্ছে। (যদিও বিজেপির প্রকাশ করা ভিডিওর সত্যতা যাচাই করে নি দৃষ্টিভঙ্গি)
তবে বিষয়টি নিয়ে রাজনৈতিক জলঘোলা শুরু হতেই মুখ খোলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “পার্লামেন্টে কম করে ১০০টা ক্যামেরা আছে। ৫ সেকেন্ডের কোনও ঝাপসা ভিডিও বা মুখ ঢাকা ফুটেজ দেখে সিদ্ধান্তে পৌঁছনো যায় না। অফিশিয়াল ফুটেজ রিলিজ করা হোক। অভিযোগ যদি সত্যি প্রমাণিত হয়, তবে অবশ্যই দলীয় স্তরে তদন্ত ও ব্যবস্থার পথে হাঁটা হবে। কারও স্পেকুলেশনের ওপর ভিত্তি করে আমি মন্তব্য করব না।”
পাশাপাশি, বিষয়টিকে কেন্দ্র করে কৌশলে কেন্দ্রীয় সংস্থা ও নির্বাচন কমিশনকেও (Election Commission) একহাত নেন অভিষেক। তিনি বলেন, “ইলেকশন কমিশন যেমন একটা করে হোয়াটসঅ্যাপ লিক করে আর প্রশ্ন ছুড়ে দেয়, তেমনভাবে তো চলতে পারে না। অফিশিয়াল স্টেটমেন্ট বা প্রমাণ প্রয়োজন।”