জল শুকোনোর পর বন্যা পরিদর্শন! শুভেন্দুকে Go Back স্লোগান, কালো পতাকা প্রদর্শন ভুতনিতে

বিকেল সাড়ে চারটা নাগাদ শুভেন্দু অধিকারীর কনভয় ভুতনিতে ঢোকে। দু’পাশে দাঁড়িয়ে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান দিতে থাকেন মালদহের মানিকচকের ভুতনি চরের বাসিন্দারা

October 20, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বন্যার জল শুকিয়ে গিয়েছে, তারপর বন্যা পরিদর্শনে মালদহের ভুতনিতে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা। ক্ষোভ ফেটে পড়েন মালদহের ভুতনিবাসী। ভুতনির চরের মানুষজন শনিবার বিকেলে কালো পতাকা হাতে হাজির হন। ভুতনি সেতুর উপরে গিয়ে গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন তাঁরা। হাতে হাতে কালো পতাকা। মুখে মুখে স্লোগান, ‘শুভেন্দু গো ব্যাক’। বিজেপি কর্মীরা দলীয় পতাকা নিয়ে ঢুকে পড়লে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়।

বিকেল সাড়ে চারটা নাগাদ শুভেন্দু অধিকারীর কনভয় ভুতনিতে ঢোকে। দু’পাশে দাঁড়িয়ে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান দিতে থাকেন মালদহের মানিকচকের ভুতনি চরের বাসিন্দারা। বিক্ষোভকারীদের সাফ কথা, ভুতনির বাসিন্দরা দেড় মাস ধরে বন্যার জলে ডুবে ছিল, তখন বিজেপির শুভেন্দু অধিকারী খোঁজ নিতে আসেননি। এখন বন্যার জল শুকিয়ে গিয়েছে। তারপর বন্যা দেখতে এসেছেন। ভুতনিবাসীরা শুভেন্দু অধিকারীকে চায় না। মালদহের মানিকচকে ভুতনি সেতুর কাছেও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পোস্টার লক্ষ্য করা যায়। পোস্টারে লেখা ছিল, শুভেন্দু অধিকারী গো ব্যাক। কিছু পোস্টারে লেখা ছিল, ‘কেন্দ্র সরকার গঙ্গা ভাঙন রোধের টাকা দিচ্ছে না কেন? শুভেন্দু অধিকারী জবাব দাও।’ পোস্টার পড়ে বন্যা কবলিত ভুতনিবাসীদের নামে।

বিক্ষোভকারীদের অপমানজনক ভাষায় আক্রমণ করেন শুভেন্দু। তাঁর ভাষণে বলেন, “রাস্তায় যাঁরা দাঁড়িয়েছিলেন তাঁদের কত দিয়েছে? হাজার না বারোশো? ওসব করে কিছু হবে না। আপনাদের মালিককেও আমি ভোটে হারিয়েছি। আমি ভয় পাই না।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen