গোয়ায় আটকালো নৌকা, ৩-০ গোলে হার সবুজ-মেরুনের

গোয়ায় আটকে গেল মেরিনার্সরা।

November 20, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

গোয়ায় আটকে গেল মেরিনার্সরা। ৩-০ গোলে জয় ছিনিয়ে নিল এফসি গোয়া। রবিবার ফতোরদার জওহরলাল নেহরু স্টেডিয়ামে এটিকে মোহনবাগান মুখোমুখি হয়েছিল এফসি গোয়ার, ম্যাচের প্রথমার্ধ গোল শূন্যভাবেই শেষ হয়। পরের ৪৫ মিনিটে আইবান, ফারেস, নোহার তিন গোলে ইতিহাস তৈরি করল এফসি গোয়া।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে গোয়া। খেলার ৫০ মিনিটে গোল করে গোয়াকে এগিয়ে দেন আইবং। তারপর খেলার ৭৬ মিনিটে গোলের ব্যবধান বাড়ায় এফসি গোয়া। কর্ণার থেকে ভেসে আসা বলে সবুজ মেরুনের জালে জড়িয়ে দেন ফারেস। ০-২ এগিয়ে যায় গোয়া। নোহার দুরপাল্লার শটে আরও একটি গোল খায় মোহনবাগান। নির্ধারিত ৯০ মিনিটের পর, পাঁচ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়। আইএসএলের শেষ চার ম্যাচে অপরাজিত ছিল এটিকে মোহনবাগান। আজ জুয়ান ফেরান্দোর দল পরাজয়ের মুখ দেখল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen