ISL: গোয়ার কাছে ৪ গোলে খেয়ে চারে নামল মোহনবাগান
আজ খেলার প্রথমার্ধে গোলের বন্যা বয়ে যায়।
December 23, 2023
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হয়েছিল মোহনবাগান ও গোয়া এফসি।
আজ খেলার প্রথমার্ধে গোলের বন্যা বয়ে যায়। ৪টে গোল আসে প্রথমার্ধেই। ম্যাচের ১০ ও ৪৫+৩ মিনিটের মাথায় Sadaoui গোল করেন। মোহনবাগানের হয়ে ৪৫+৭ মিনিটের মাথায় পেত্রাতোস গোল করেন। রডরিগেজ ৪২ মিনিটের মাথায় তৃতীয় গোল করেন গোয়ার হয়ে। ৯০+১ মিনিটের মাথায় পেনাল্টিতে চতুর্থ গোল করেন মার্টিনেজ।
মোহনবাগানের কাছে বল পজেশন ছিল শতাংশ ও গোয়ার কাছে বল পজেশন ছিল শতাংশ। ৪-১ গোলে মোহনবাগানকে হারাল গোয়া এফসি।