Goa Night Club Fire: অগ্নিকাণ্ডের পাঁচদিনের মাথায় থাইল্যান্ডে ধৃত নাইটক্লাবের দুই মালিক

December 11, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৪০: দেশ ছেড়ে পালিয়ে গিয়েও রক্ষা হল না। অবশেষে থাইল্যান্ডে আটক করা হয়েছে গোয়ার নাইটক্লাবের দুই মালিক গৌরব এবং সৌরভ লুথরাকে। বৃহস্পতিবার থাইল্যান্ডে আট করা হয়েছে দুই ভাইকে। এখন থাইল্যান্ড প্রশাসনের হেপাজতে রয়েছেন তাঁরা। তাঁদেরকে হেপাজতে নিতে দ্রুত থাইল্যান্ড যাচ্ছে গোয়া পুলিশের বিশেষ দল। অন্যদিকে, বুধবার গভীর রাতে লুথরাদের পাসপোর্ট বাতিল করে দেয় বিদেশ মন্ত্রক।

দুই ভাইয়ের বিরুদ্ধে মঙ্গলবার ব্লু কর্নার নোটিশ জারি করে ইন্টারপোল। বুধবার দিল্লির রোহিণী কোর্টে লুথরাদের আইনজীবী দাবি করেন, রক্ষাকবচ পেলে তাঁরা দেশে ফিরবেন। আবেদনে সাড়া দেয়নি আদালত। আজ, তাঁদের আগাম জামিনের আবেদনের শুনানি হবে। শুনানির আগেই থাইল্যান্ড পুলিশের জালে দুই ভাই।নাইটক্লাবে আগুন লাগার পরই দুই ভাই পালিয়ে যান। যদিও আইনজীবীদের দাবি, আগে থেকে নাকি দুই ভাইয়ের থাইল্যান্ড সফরের পরিকল্পনা ছিল।

ভারত সরকার পাসপোর্ট বাতিল করার কয়েকঘণ্টার মধ্যে বৃহস্পতিবার সকালে দুই ভাইকে আটক করেছে থাইল্যান্ড পুলিশ। বাতিল পাসপোর্ট হাতে নিয়ে, হাতকড়া পরা অবস্থায় দুই ভাইয়ের ছবি প্রকাশ্যে এসেছে। দ্রুতই থাইল্যান্ড থেকে দুই ভাইকে ভারতে আনা হবে। তারপর শুরু হবে বিচার প্রক্রিয়া।

উল্লেখ্য, গোয়ার আরপোরায় বাগা সৈকতের কাছে অবস্থিত নাইট ক্লাবে শনিবার পার্টি চলাকালীন আগুন ধরে যায়। অগ্নিদগ্ধ হয়ে ২৫ জনের মৃত্যু হয়েছে। তদন্তে উঠে এসেছে, বেআইনি নির্মাণ, সংকীর্ণ প্রবেশপথের কারণে এমন ঘটনা ঘটেছে। প্রশ্ন উঠছে, এত বেনিয়ম থাকার পরেও প্রশাসনের নজর এড়িয়ে কীভাবে দিনের পর দিন নাইটক্লাব চলল?

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen