লক্ষ্যপূরণ! অস্ট্রেলিয়ান ওপেন জয় ভারতের লক্ষ্য সেনের
November 23, 2025
|
< 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৩০: অস্ট্রেলিয়ান ওপেন (Australian Open) জিতলেন ভারতের লক্ষ্য সেন (Lakshya Sen)। জাপানের ইউশি তানাকাকে ফাইনালে সরাসরি গেমে হারান ভারতীয় শাটলার। ম্যাচের ফলাফল হয় ২১-১৫, ২১-১১।
রবিবার ফাইনালে জাপানের প্রতিপক্ষের বিরুদ্ধে সহজেই জয় পেলেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা। ৩৮ মিনিটে ম্যাচ জিতে নেন লক্ষ্য। উল্লেখ্য, ২০২৫ সালেক প্রথম বড় কোনও প্রতিযোগিতায় খেতাব জিতলেন তিনি। ২০২৩ সালে কানাডা ওপেনের প্রথম কোনও সুপার ৫০০ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন।
প্রসঙ্গত, ২৬ বছরের ইউশি এখন বিশ্বের ২৬ নম্বর শাটলার। ২৪ বছরের লক্ষ্য এখন বিশ্বের ১৪ নম্বর। প্রথম গেমে লড়াই করেন তানাকা। দ্বিতীয় গেমে কোনও সুযোগই দেননি লক্ষ্য। ৩৮ মিনিটে কার্যত একপেশে জয় ছিনিয়ে নেন লক্ষ্য। ২০২৬ সালের এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসের আগে এই জয় লক্ষ্যের আত্মবিশ্বাস বাড়াবে।