দীপাবলির আগে ফের বাড়ল সোনা-রুপোর দাম, চিন্তায় মধ্যবিত্ত

October 13, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০:০৯: দীপাবলির আগে সোনা ও রুপোর দামে রেকর্ড বৃদ্ধি। আগস্ট মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হওয়া এই মূল্যবৃদ্ধি সেপ্টেম্বর জুড়ে অব্যাহত ছিল এবং অক্টোবরের প্রথম দুই সপ্তাহেও তার কোনও পরিবর্তন দেখা যায়নি। সোমবার সেই ধারায় নতুন সংযোজন ঘটল, যখন সোনার দাম ১০ গ্রামে ১,৪০০ টাকা এবং ২২ ক্যারাট গয়না সোনার দাম প্রায় ১,৩০০ টাকা বৃদ্ধি পেল। একই দিনে রুপোর দামও রেকর্ড ছুঁল, প্রতি কেজিতে প্রায় ১০ হাজার টাকা বৃদ্ধি হয়েছে।

কলকাতার বাজারে সোমবার পাকা সোনার বার (২৪ ক্যারাট) পাইকারি দর ছিল প্রতি ১০ গ্রামে ১,২৪,৩০০ টাকা এবং খুচরো দর ১,২৪,৯৫০ টাকা। হলমার্কযুক্ত ২২ ক্যারাট গয়না সোনার দাম দাঁড়ায় ১,১৮,৭৫০ টাকা প্রতি ১০ গ্রামে। রুপোর খুচরো দর ছিল প্রতি কেজিতে ১,৭৮,৫৫০ টাকা।

তবে বাজারে গিয়ে এই দরে সোনা বা রুপো কেনা সম্ভব নয়। এই দরের সঙ্গে যুক্ত হয় ৩ শতাংশ জিএসটি এবং গয়না তৈরির মজুরি, যা বিপণি অনুযায়ী ভিন্ন হতে পারে। ফলে দীপাবলির আগে সোনা কেনার পরিকল্পনা অনেক মধ্যবিত্ত পরিবারের কাছে কঠিন হয়ে উঠছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen