দীপাবলিতে লাফিয়ে বাড়ল সোনা ও রুপোর দাম

বৃহস্পতিবার বিশ্ব বাজারেও বেড়েছে সোনার দাম

November 5, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

দীপাবলিতে বিশেষ মহরত ট্রেডিংয়ে লাফিয়ে বাড়ল সোনা ও রুপোর দাম। বিশ্ব বাজারের রেশ ধরে ভারতে সোনার দাম বেড়েছে। এমসিএক্স সূচকে ১০ গ্রাম গোল্ড ফিউচার্সের দাম ১.৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৭,৫৭১ টাকা। আরও বেশি উত্থানের সাক্ষী থেকেছে রুপো। এক কিলোগ্রাম রুপোর দাম ২.৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৪,২২৪ টাকা।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, ধনতেরাস, দীপাবলি-সহ উত্‍সবের মরশুমে সোনা কেনার যে প্রবণতা বেড়েছে, তাতে সমর্থন পেয়েছে হলুদ ধাতু। মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের চেয়ারম্যান আহমেদ এমপি বলেছেন, ‘গত বছরের তুলনায় দীপাবলিতে বিক্রির মাত্রা ৩০-৪০ শতাংশ বাড়তে পারে বলে আশা করছি। আসন্ন বিয়ের মরশুমের কথা মাথায় রেখে আমাদের আশা যে খুচরো দোকানে সোনা, অন্যান্য রত্ন এবং গয়নার চাহিদা বাড়বে।’

দেশের বিভিন্ন প্রান্তের স্বর্ণ ব্যবসায়ীরা জানিয়েছেন, দাম কিছুটা কম থাকায় এবার দীপাবলির আগে সোনার চাহিদা বেড়েছে। গত বছর ধনতেরাসে যেখানে ১০ গ্রাম সোনার দাম ৫০,০০০ টাকার আশপাশে ঘোরাফেরা করছিল, এবার তা প্রায় ৩,০০০ টাকা কম আছে। গত বছর অগস্টে সোনার দাম রেকর্ড ৫৬,২০০ টাকা পৌঁছে যাওয়ার ফলে খুচরো বাজারে সোনার চাহিদা কিছুটা বেড়েছে। দিনকয়েক আগে অল ইন্ডিয়া জেমস অ্যান্ড জুয়েলারি ডোমেস্টিক কাউন্সিলের চেয়ারম্যান আশিস পেঠে সংবাদসংস্থা পিটিআইকে বলেছিলেন, ‘করোনাভাইরাস নিয়ন্ত্রণে থাকায়, সোনার দাম কম থাকায় এবং বিয়ের মরশুমের কারণে এবার উত্‍সবের আবহ জমাট বেঁধেছে। চলতি বছরে মোট যে পরিমাণ সোনা বিক্রি হবে, তার ৪০ শতাংশ হবে অক্টোবর এবং নভেম্বরে।’

অন্যদিকে, বৃহস্পতিবার বিশ্ব বাজারেও বেড়েছে সোনার দাম। বুধবার তিন সপ্তাহের সর্বনিম্ন স্তরে পৌঁছানোর পর দীপাবলিতে এক আউন্স গোল্ড ফিউচার্সের দাম ১.৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১,৭৯৫.৭ ডলার। এক আউন্স স্পট সিলভারের দাম ১.২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৩.৭৯ ডলার।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen