বালুরঘাটে বিজেপির মিছিলে স্লোগান ‘গুলি মারো মিডিয়াকে’, বিতর্ক
তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর সুভাষ চাকি বলেন, সংবাদমাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ।

শনিবার বিজেপির চার প্রার্থী মনোনয়নপত্র জমা করার সময় ভিড়ের মধ্যে থেকে একটি বিতর্কিত মন্তব্য ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ভিড়ের মধ্যে কেউ একজন বলে, ‘মিডিয়াকে বাদ দিন, গুলি মারো মিডিয়াকে’। এর তীব্র প্রতিবাদ জানান দক্ষিণ দিনাজপুর জেলার সাংবাদিকরা। যদিও বিজেপির পক্ষ থেকে অবশ্য ক্ষমা চেয়ে নেন সাংসদ সুকান্ত মজুমদার ও দলের জেলা সভাপতি বিনয় কুমার বর্মন। ভিড়ের মধ্যে কে বা কারা এমন মন্তব্য করছে তা পরিষ্কার ভাবে নজরে আসেনি। এদিকে ওই মন্তব্যের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও নিন্দা করা হয়েছে। বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, ভিড়ের মধ্যে কেউ হয়ত ওই কথাটি বলেছে। ‘গুলি মারা’ মানে সত্যিকারের বন্দুকের গুলি মারা নয়। তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর সুভাষ চাকি বলেন, সংবাদমাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। তাই মিডিয়াকে সবসময় সম্মান দেওয়া উচিত। এই ধরনের মন্তব্যের তীব্র নিন্দা জানাই।