সরকারি কর্মীদের জন্য সুখবর: LTC ও HTC-র মেয়াদ এক বছর বাড়াল রাজ্য সরকার

September 11, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৩৩: রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য এলটিসি (লিভ ট্র্যাভেল কনসেশন) (LTC-Leave Travel Concession) ও এইচটিসি (হোম ট্র্যাভেল কনসেশন) (HTC – Home Travel Concession) সংক্রান্ত বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। অর্থ দপ্তরের তরফে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই দুই ছুটির সুবিধার মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে। ফলে যাঁরা নির্ধারিত সময়ের মধ্যে এই সুবিধা নিতে পারেননি, তাঁরা আগামী এক বছরের মধ্যে তা গ্রহণ করতে পারবেন।

নবান্ন সূত্রে খবর, পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী LTC-এর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ৩১ অক্টোবর ২০২৫। এবার তা ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছে। একইভাবে HTC-এর মেয়াদও এক বছর বাড়ানো হয়েছে, যা সরকারি কর্মীদের মধ্যে স্বস্তি ও আনন্দের বাতাবরণ তৈরি করেছে।

প্রতি তিন বছরে একবার এই সুবিধা পান সরকারি কর্মীরা। তবে অনেকেই নির্ধারিত সময়ের মধ্যে তা নিতে পারেন না। এবার তাঁদের জন্যই বাড়তি সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

রাজ্য সরকারের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে, এই বর্ধিত সময়সীমা কেবলমাত্র একবারের জন্য প্রযোজ্য হবে। এটি ভবিষ্যতের ছুটির সুযোগে কোনও প্রভাব ফেলবে না। অর্থাৎ, পুরনো মেয়াদে সুবিধা নেওয়ার পাশাপাশি ১ নভেম্বর ২০২৫ থেকে নতুন ছুটির জন্যও আবেদন করতে পারবেন কর্মীরা। পূর্ববর্তী নিয়ম ও শর্তাবলী আগের মতোই বহাল থাকবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen