Air India বিমান দুর্ঘটনা: শোক প্রকাশ করে নিহতদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনে গুগলের হোমপেজে কালো রিবন

টেক জায়ান্ট গুগল শুক্রবার তার সার্চ ইঞ্জিনের হোমপেজে কালো রিবন প্রদর্শন করে এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার শিকারদের প্রতি সমবেদনা প্রকাশ করেছে।

June 13, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:২৯: আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে, টেক জায়ান্ট গুগল শুক্রবার তার সার্চ ইঞ্জিনের হোমপেজে কালো রিবন প্রদর্শন করে এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার শিকারদের প্রতি সমবেদনা প্রকাশ করেছে।

কালো রিবন আইকনটি সার্চ বারের ঠিক নীচে রাখা হয়েছে। যখন মাউসটি রিবনের আইকনের উপর ঘোরানো হয় তখন একটি বার্তা আসছে – “মর্মান্তিক বিমান দুর্ঘটনার শিকারদের স্মরণে” ।

বৃহস্পতিবার, ২৪২ জন যাত্রী এবং ক্রু নিয়ে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI171, গুজরাটের সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়ার কিছুক্ষণ পরেই আহমেদাবাদের বিজে মেডিকেল কলেজের হোস্টেলের প্রাঙ্গণে ভেঙে পরে এবং ধাক্কা লাগার সাথে সাথে আগুন ধরে যায়।

২৩২ জন যাত্রী এবং ১২ জন ক্রু সদস্য নিয়ে বোয়িং ৭৩৭ ড্রিমলাইনার বিমানটি লন্ডন গ্যাটউইক বিমানবন্দরের দিকে যাচ্ছিল। প্রতিবেদন অনুসারে, বিমানটি ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল এবং ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্ডার চালাচ্ছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen