অষ্টাদশ লোকসভা নির্বাচন শুরু হতেই ডুডল বদলাল গুগল

যোগ্য ভোটারদের মধ্যে ৮.৪ কোটি পুরুষ, ৮.২৩ কোটি মহিলা এবং ১১,৩৭১ জন তৃতীয় লিঙ্গ ভোটার।

April 19, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
অষ্টাদশ লোকসভা নির্বাচন শুরু হতেই ডুডল বদলাল গুগল

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: আজ ১৯ এপ্রিল, শুক্রবার, ভারতের সাধারণ নির্বাচনের প্রথম পর্বের সূচনাকে Google একটি ডুডল দিয়ে চিহ্নিত করেছে যাতে – তর্জনীতে কালির ছাপ- যা কিনা ভারতবর্ষে ভোট দেওয়ার প্রতীক – দেখানো হয়েছে। Doodleটিতে ক্লিক করা হলে এটি ব্যবহারকারীদের লোকসভা ভোটের প্রথম পর্বের শীর্ষ খবরে নিয়ে যাচ্ছে।

এই বছর, ১৮ তম লোকসভা নির্বাচনে বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ এবং INDIA ব্লকের মধ্যে কঠোর লড়াই হবে বলে মনে করা হচ্ছে। প্রথম ধাপের ভোটে, ১৭টি রাজ্য এবং চারটি কেন্দ্রশাসিত অঞ্চল (UTs) ১০২টি নির্বাচনী এলাকায় নির্বাচন পরিচালনা করছে। প্রথম ধাপে, ১.৮৭ লক্ষ ভোটকেন্দ্রে ১৬.৬৩ কোটি ভোটারদের জন্য ব্যবস্থা করা হয়েছে যারা তাদের ভোট দেওয়ার যোগ্য। যোগ্য ভোটারদের মধ্যে ৮.৪ কোটি পুরুষ, ৮.২৩ কোটি মহিলা এবং ১১,৩৭১ জন তৃতীয় লিঙ্গ ভোটার।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen